মালদা, 9 মে : জন্মদিবসে ব্রাত্য রইলেন রবীন্দ্রনাথ ঠাকুর । চির ধরা আবক্ষ মূর্তি সংস্কার করে মাল্যদান তো দূরের কথা নিজের নামাঙ্কিত ভবনে তালাবন্দী হয়ে রইলেন কবিগুরু । চাঁচলের রবীন্দ্রভবনের এমনই ছবিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ ।
আজ 25 শে বৈশাখ । কবিগুরুর 160 তম জন্মজয়ন্তী । করোনা আবহে সরকারি নির্দেশিকা বজায় রেখে সর্বত্র পালন করা হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী । অথচ একদম উলটো ছবি ধরা পড়ল চাঁচলে । দুপুর পর্যন্ত রবীন্দ্রভবনে তালা ঝুলতে দেখা যায় । ভবনের ভেতরে কবিগুরুর মূর্তি তখনও ধূলোয় ভরা । জোটেনি একটিও ফুলের মালা । বিষয়টি নজরে আসতেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ।
জন্মবার্ষিকীতেও ব্রাত্য রবীন্দ্রনাথ ঠাকুর, ধূলোয় ভরা কবিগুরুর মূর্তি চাঁচলের বাসিন্দা দীপক চট্টোপাধ্যায় বলেন, “রবীন্দ্রভবনে এসে আসা করেছিলাম কবিগুরুর মূর্তিতে মাল্যদান দেখতে পাব । কিন্তু এখানে কিছুই দেখতে পেলাম না । বর্তমানে রাজ্য জুড়ে এক ভয়ানক পরিস্থিতি রয়েছে । কিন্তু এর মধ্যেও প্রশাসনের কয়েকজন এসে রবীন্দ্রনাথের মূর্তি পরিষ্কার করে মালা পরিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে পারত । 160 তম জন্মজয়ন্তীতে কবিগুরু যেভাবে অবহেলিত হয়েছেন তাতে চাঁচলবাসী হিসেবে আমরা দুঃখ পেয়েছি।”
ঘটনাপ্রসঙ্গে চাঁচল মহকুমাশাসক সঞ্জয় পালকে ফোন করা হলে তিনি বলেন, বর্তমানে তিনি অসুস্থ রয়েছেন । বিষয়টি তাঁর জানা ছিল না । জন্মজয়ন্তীতে যেন কবিগুরু ব্রাত্য না থাকেন তা নিয়ে তিনি দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলছেন ।