পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানের যুগলের মৃতদেহ উদ্ধার মালদায় - recover

মালদার ইংরেজবাজার থানার নিমাইসরাই এলাকার একটি আমগাছ থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 11, 2019, 12:44 PM IST

Updated : Apr 11, 2019, 12:50 PM IST

মালদা, 11 এপ্রিল : যুগলের মৃতদেহ উদ্ধার হল মালদার ইংরেজবাজারে। মৃতের নাম সীমন্ত হাজরা ওরফে পরেশ (22) ও অঞ্জু ঘোষ ওরফে টিনা (20)। আজ সকালে ইংরেজবাজারের নিমাইসরাইয়ের একটি আমগাছে মৃতদেহ দুটি ঝুলতে দেখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় বাসিন্দা কমল সেন বলেন, "আজ সকালে আমগাছে যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। তাদের লেখা একটি সুইসাইড নোট থেকে যুগলের পরিচয় জানতে পারি। ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে যুগলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।"

ইংরেজবাজার থানার পুলিশ জানায়, সুইসাইড নোট থেকে পাওয়া মোবাইল ফোনের নম্বরের সূত্র ধরে জানতে পারি ওই দু'জন বর্ধমানের বাসিন্দা। গতকাল সকালে তারা টিউশন পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরে মালদায় আসে। প্রাথমিক ভাবে অনুমান প্রেমঘটিত কারণেই যুগল আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত চলছে।

Last Updated : Apr 11, 2019, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details