মালদা, 23 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচন (KMC Election 2021) শেষ ৷ বিপক্ষকে ধরাশায়ী করে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এই প্রেক্ষাপটে এবার রাজ্যের বাকি পৌরসভা ও পৌরনিগমগুলিতেও বকেয়া ভোটপ্রক্রিয়া (Municipal Election) সেরে ফেলতে চাইছে শাসকদল ৷ তার জন্য প্রতিটি পৌর এলাকায় বাসিন্দাদের মন পেতে ময়দানে নেমে পড়েছে তারা ৷ নির্বাচন এগিয়ে আসতেই ফের মালদা শহরের ভাগাড় সমস্যা মেটানোর সুর উঠেছে তৃণমূল নেতৃত্বের গলায় ৷ বৃহস্পতিবার এই নিয়েই ইংরেজবাজার পৌরসভায় একটি জরুরি বৈঠক করা হয় (English Bazar Municipality Meeting) ৷
আরও পড়ুন :Sahapur New Panchayat Pradhan : মালদার সাহাপুর পঞ্চায়েত বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল
মালদা শহরের আবর্জনা সমস্যা দীর্ঘদিনের ৷ পৌরসভার নিজস্ব ভাগাড় না থাকায় সেই সমস্যা আরও বেড়েছে ৷ দিনে অন্তত 40 ট্র্যাক্টর আবর্জনা ফেলা হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ৷ কখনও জাতীয় সড়কের ধারেও সেই আবর্জনা ফেলা হয় ৷ প্রতিবার পৌর নির্বাচন দুয়ারে এলেই শাসক-বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হন ৷ আশ্বাস মেলে, দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷ এভাবেই কেটে গিয়েছে কয়েক দশক ৷ সমস্যা কিন্তু আদৌ মেটেনি ৷
2016 সালের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নিয়ম-নীতি নিয়ে এদিন পৌরসভার সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ৷ ইংরেজবাজার পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপার্সন সুমালা আগরওয়ালা, ভাইস চেয়ারপার্সন চৈতালি ঘোষসরকার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন তিন প্রাক্তন পৌরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, নরেন্দ্রনাথ তিওয়ারি ও দুলাল সরকার ৷ ছিলেন একাধিক ওয়ার্ড কো-অর্ডিনেটর এবং একটি সলিড ওয়েস্ট রিসাইক্লিং কোম্পানির প্রতিনিধিরা ৷
বৈঠক শেষে সুমালা বলেন, “শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করতে কিছুদিন আগে পৌরসভায় এসেছিলেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা ৷ তাঁদের পরামর্শ মেনে আমরা আগামী বছরের প্রথম থেকেই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গিয়ে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সংগ্রহের কাজ শুরু করব ৷ এর জন্য প্রতিটি পরিবারকে বালতি দেওয়া হবে ৷ প্রতিটি বাড়ি থেকে আমরা দু’ধরনের আবর্জনাই সংগ্রহ করব ৷ আজ সব ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ আমাদের ভাগাড় সমস্যাও আপাতত মিটেছে ৷ দৈবকীপুরে যে ডাম্পিং গ্রাউন্ড কেনা হয়েছে, তার সরকারি অনুমোদন মিলেছে। তবে, আমরা জাতীয় সড়কের ধারে কোথাও জঞ্জাল ফেলছি না ৷’’
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদার প্রাক্তন পৌরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “এই শহরের মূল সমস্যা জঞ্জাল সাফাই ৷ সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তা নিয়েই আজ আলোচনা করা হয়েছে ৷ এই সমস্যার সমাধান করতে সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা এখানে এসেছিলেন ৷ তাঁরা কিছু পরামর্শ দিয়েছেন ৷ আমি এই পৌরসভার চেয়ারম্যান ছিলাম ৷ এই সমস্যা নিয়ে দিল্লিতেও কথা বলেছি ৷ আজ নিজের অভিজ্ঞতার কথা বৈঠকে তুলে ধরেছি ৷’’
ইংরেজবাজার পৌরসভায় জরুরি বৈঠক ৷ আরও পড়ুন :Christmas Carnival in Malda : ওমিক্রন আতঙ্ক, পৌরসভার আর্থিক সঙ্কট সত্ত্বেও মালদায় শীতের কার্নিভাল
প্রাক্তন পৌরপ্রধান দুলাল সরকার বলেন, “আগামী ফেব্রুয়ারি মাস থেকেই এই পৌর এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করা হবে ৷ তার জন্য আজ এই বৈঠক ডাকা হয়েছিল ৷ আগে পৌরসভার তরফে প্রতিটি হোল্ডিং নম্বরে আবর্জনা সংগ্রহের জন্য বিন দেওয়া হয়েছিল ৷ এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার এই নিয়মের কিছু পরিবর্তন করেছে ৷ এখন থেকে আর এক হোল্ডিংয়ের জন্য একটি বিন নয়, প্রতিটি পরিবারকে বিন দেওয়া হবে ৷ বস্তিতেও সেই বিন দিতে হবে ৷ প্রতি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার পর তা আলাদা করে মূল ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে ৷ সেই গ্রাউন্ডের আবর্জনা রিসাইক্লিং করা হবে ৷ আজ বৈঠকে সংশ্লিষ্ট রিসাইক্লিং কোম্পানির প্রতিনিধিরাও ছিলেন ৷ পৌরসভার তরফে এনিয়ে গোটা শহরে মাইকিং করা হবে ৷ আবর্জনা সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ মালদা শহরকে দূষণমুক্ত শহর হিসাবে গড়ে তোলা হবে ৷’’