পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে ইংরেজবাজার পৌরসভার 21 নং ওয়ার্ডের বাসিন্দাদের পাট্টা দেওয়া শুরু - ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে 150 পরিবারকে পাট্টা তুলে দেওয়া হল

আসন্ন পৌরসভা নির্বাচনে দুই পৌরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল ব্রিগেড ৷ ইতিমধ্যেই পুরাতন মালদা পৌরসভায় শুরু হয়েছে উন্নয়নের কাজ ৷ এবার সেই ছবি ইংরেজবাজার পৌরসভাতেও ৷ বুধবার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে পাট্টা তুলে দেন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ৷ ওই এলাকার প্রায় 235 জনকে পাট্টা প্রদান করার কথা বলেন তিনি৷

malda
malda

By

Published : Feb 20, 2020, 1:58 AM IST

মালদা, 19 ফেব্রুয়ারি : পৌর নির্বাচনের আগে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে 21 নম্বর ওয়ার্ডের 150 পরিবারকে পাট্টা তুলে দেওয়া হল ৷ পাট্টা প্রাপকদের নিজ বাড়ি প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই পরিবারগুলিকে এতদিন পাট্টা না দেওয়ার জন্য বাম সরকারের সমালোচনাও করেন৷

সামনে পৌরসভা নির্বাচন । গত লোকসভা নির্বাচনে জেলার দুই পৌরসভায় তৃণমূলকে এক ধাক্কায় পেছনে ফেলেছে BJP ৷ দুই পৌরসভার প্রায় সমস্ত ওয়ার্ডে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে BJP শিবির ৷ আসন্ন পৌরসভা নির্বাচনে দুই পৌরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল ব্রিগেড ৷ ইতিমধ্যেই পুরাতন মালদা পৌরসভায় শুরু হয়েছে উন্নয়নের কাজ ৷ এবার সেই ছবি ইংরেজবাজার পৌরসভাতেও ৷ বুধবার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে পাট্টা তুলে দেন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ৷ ওই এলাকার প্রায় 235 জনকে পাট্টা প্রদান করার কথা বলেন তিনি৷

ভিডিয়োয় দেখুন...

পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, "ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ড সুকান্তপল্লির মানুষের হাতে পাট্টা তুলে দিলাম । ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি সরকারের তত্ত্বাধানে এই পাট্টা বিলি করা হয়েছে । দীর্ঘ 40 বছর ধরে তাঁরা সেখানে বসবাস করতেন । তাঁদের কোনও কাগজপত্র ছিল না । ফলে তাঁরা বাড়িঘর করতে পারেনি, সরকারি কোনও সাহায্য পায়নি । এঁরা আগে রেলের জমিতে থাকতেন । তৎকালীন রেলমন্ত্রী গণি খান চৌধুরি এঁদের সেখান থেকে সুকান্তপল্লি নিয়ে আসেন । তিনি এঁদের পাট্টা দেওয়ার জন্য রেলের পক্ষ থেকে রাজ্য সরকারকে আর্থিক সাহায্যও করেছিলেন ।''

তাঁর কথায়, সেই সময়ের বামফ্রন্ট সরকার রেলের টাকাতে জমি কিনলেও পাট্টা বিলি করেনি । দীর্ঘদিন চেষ্টা করেও তাঁদের পাট্টা তুলে দিতে পারেননি তিনি । তবে বর্তমান কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পাট্টা বিলির ব্যবস্থা করেছেন । প্রায় 235 জনকে পাট্টা দেওয়া হবে । এখনও পর্যন্ত 150 জনকে পাট্টা বিলি করা হয়েছে । প্রত্যেককে 2 কাঠা করে জমি দেওয়া হচ্ছে । তিনি বলেন, বাড়ি মিউটেশন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details