মালদা, 8 জুন: একে জেলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ ৷ তার উপর বুধবার মাঝরাতে বিধ্বংসী আগুনে ত্রস্ত গাজোল ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে আটটি দোকান ৷ অগ্নিকাণ্ডের পর থেকে গোটা গাজোল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ ফলে প্রবল গরমে নাজেহাল মানুষ ৷ কখন বিদ্যুৎ সংযোগ আসবে, এখনও বলতে পারছেন না কেউ ৷ এই ঘটনার পর ফের এলাকায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি জোরালো হয়েছে ৷
গতকাল রাত 12টা নাগাদ গাজোলের ধর্মতলা এলাকায় পাওয়ার হাউস সংলগ্ন একটি কাঠের আসবাবপত্রের দোকানে প্রথম আগুন লাগে ৷ আগুন দেখতে পেয়েই বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও সাতটি দোকানে ৷ পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় ৷ খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ অবশ্য ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে সব ৷ দমকলকর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে হাত লাগান ৷ বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোচ্ছে ৷ তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ৷ যদিও তাঁরা এনিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি ৷