পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ; কলেজে বসে পরীক্ষা দিল পড়ুয়ারা - গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

মালদার গৌড় কলেজের শনিবার অন্য ছবি ধরা পড়ল ৷ স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছেন কলেজের হলঘর, বারান্দা, এমনকি পার্কিং প্লেসে বসে ৷ করোনাকালে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। কলেজ কর্তৃপক্ষের দাবি, এই পরীক্ষার্থীরা কেন কলেজে এসে পরীক্ষা দিচ্ছেন, কারও জানা নেই ৷

করোনায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ; অথচ কলেজে বসে পরীক্ষা দিলেন পড়ুয়ারা
করোনায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ; অথচ কলেজে বসে পরীক্ষা দিলেন পড়ুয়ারা

By

Published : Aug 1, 2021, 11:23 AM IST

মালদা, 1 অগস্ট : করোনা সংক্রমণ কমছে। ধাপে ধাপে বিধিনিষেধও তুলে নেওয়া হচ্ছে রাজ্যে। কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনও নির্দেশ নেই। শিক্ষার সবকিছুই চলছে অনলাইনে। এই পরিস্থিতিতে শনিবার অন্য ছবি ধরা পড়েছে পুরাতন মালদার গৌড় কলেজে।

কলেজের হলঘর, বারান্দা, এমনকি পার্কিং প্লেসেও পড়ুয়াদের ভিড়। সবাই বই খাতা খুলে লেখায় মগ্ন। জানা গেল,পরীক্ষা দিচ্ছেন তাঁরা। সবাই স্নাতক স্তরের তৃতীয় বর্ষে পড়েন। করোনাকালে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের দাবি, এই পরীক্ষার্থীরা কেন কলেজে এসে পরীক্ষা দিচ্ছেন, কারও জানা নেই ।

কলেজ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে । শনিবার ছিল ইলেকটিভ বাংলা বিষয়ের পরীক্ষা। সেই পরীক্ষা দিতেই গৌড় কলেজ চত্বরে ভিড় করেছিলেন একশোরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন : asia beauty contest : এশিয়া সুন্দরী প্রতিযোগিতায় মালদার মেয়ে

তাঁদের একজন, গাজোলের একলাখির বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “আমাদের অনেকে বই কেনেনি। অনেকের কাছে স্মার্টফোন নেই। কম্পিউটার কিংবা ল্যাপটপ তো অনেক দূরের কথা। তাছাড়া সব জায়গায় ইন্টারনেট পরিষেবাও পাওয়া যায় না। এই পরিস্থিতিতে ঘরে বসে অনলাইনে পরীক্ষা দেওয়া আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই আমরা কলেজে এসেই পরীক্ষা দিচ্ছি। করোনার জন্য কলেজ বন্ধ থাকলেও গেট খোলা থাকছে। ফলে আমাদের কলেজে ঢুকতে কোনও অসুবিধা হয়নি। তাছাড়া কলেজ কর্তৃপক্ষও আমাদের পরীক্ষা দেওয়া নিয়ে কিছু বলেনি। কেউ আমাদের দেখতেও আসেনি।”

করোনাকালে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে

এই ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। এদিন কলেজে ছিলেন না কোনও অধ্যাপক কিংবা অধ্যাপিকা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন মৃধাও এদিন অনুপস্থিত ছিলেন। তবে ফোনে তিনি জানান, করোনার জন্য এবার যে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, তা প্রত্যেক ছাত্রছাত্রীকে জানিয়ে দেওয়া হয়েছিল।

স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছেন কলেজের হলঘর, বারান্দা, এমনকি পার্কিং প্লেসে বসে

আরও পড়ুন : এইমস-এ সপ্তম মালদার ধৌলি

তারপরও তাঁরা কেন কলেজে পরীক্ষা দিতে এলেন, কীভাবে পরীক্ষা দিলেন, তা বোঝা যাচ্ছে না। পঠন-পাঠন বন্ধ থাকলেও বিভিন্ন কাজের জন্য কলেজ খোলা রাখতেই হয়। সম্ভবত তারই সুযোগ নিয়ে পরীক্ষার্থীরা কলেজে বসে পরীক্ষা দিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details