পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trains canceled: রেললাইন তৈরির জন্য বাতিল 43 জোড়া ট্রেন, রুট পরিবর্তিত আরও 15টির - মালদার খবর

রেললাইন তৈরির জন্য বাতিল করা হল 43 জোড়া ট্রেন (Trains canceled)৷ 15টি ট্রেনের রুট পরিবর্তন করা হল (Eastern Railway cancels trains)৷

Eastern Railway cancels diverts many trains for rail line making work
রেললাইন তৈরির জন্য বাতিল 43 জোড়া ট্রেন, রুট পরিবর্তিত আরও ১৫টির

By

Published : May 22, 2022, 12:52 PM IST

মালদা, 22 মে: তৃতীয় রেললাইন তৈরির জন্য 83 জোড়া মেইল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল (Trains canceled)। রুট পরিবর্তন করা হয়েছে 15টি ট্রেনের । বাতিল হয়েছে মালদা (Malda news) ডিভিশনের বেশ কয়েকটি ট্রেনও । 26 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বেশ কিছু মেইল ও এক্সপ্রেস ট্রেন ।

রেল (Eastern Railway cancels trains) সূত্রে জানা গিয়েছে, মালদা ডিভিশনের 13011/13012 মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 28 মে থেকে 31 মে পর্যন্ত বাতিল করা হয়েছে । বাতিল হয়েছে 13053/13054 হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (27 মে থেকে 31 মে পর্যন্ত), 13063/13064 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13141/13142 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13145/13146 কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (25 মে, 27 মে ও 28 মে), 15959 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (28 মে ও 29 মে), 15961 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (27 মে ও 30 মে), 15962 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (26 মে), 13163 শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (27 মে ও 28 মে), 13164 সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস (28 মে ও 29 মে), 13169 শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (26 মে), 13170 সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস (27 মে), 15722 নিউ জলপাইগুড়ি-দীঘা এক্সপ্রেস (27 মে), 15721 দীঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (28 মে)।

আরও পড়ুন:Bandel Railway Station : আগামিকাল থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন ; ক্ষোভ যাত্রীদের

রেললাইন তৈরির জন্য আরও বাতিল হয়েছে, 13466/13465 মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 15644 কামাক্ষা-পুরী এক্সপ্রেস (26 মে), 15643 কামাক্ষা-পুরী এক্সপ্রেস (28 মে), 13033/13034 হাওড়া-কাটিহার এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13159 কলকাতা-যোগবাণি এক্সপ্রেস (27 মে), 13160 যোগবাণি-কলকাতা এক্সপ্রেস (28 মে), 13153 শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (26 মে থেকে 29 মে পর্যন্ত), 13154 মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 03101 শিয়ালদা-কামাক্ষা সামার স্পেশাল (27 মে), 03102 কামাক্ষা-শিয়ালদা সামার স্পেশাল (28 মে), 05754/05753 নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল (27 মে), 08518/08517 গুয়াহাটি-কলকাতা স্পেশাল (28 মে এবং 29 মে) ও 03129/03130 নিউ জলপাইগুড়ি-শিয়ালদা সামার স্পেশাল (26 মে এবং 27 মে)।

ABOUT THE AUTHOR

...view details