মালদা, 22 মে: তৃতীয় রেললাইন তৈরির জন্য 83 জোড়া মেইল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল (Trains canceled)। রুট পরিবর্তন করা হয়েছে 15টি ট্রেনের । বাতিল হয়েছে মালদা (Malda news) ডিভিশনের বেশ কয়েকটি ট্রেনও । 26 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বেশ কিছু মেইল ও এক্সপ্রেস ট্রেন ।
রেল (Eastern Railway cancels trains) সূত্রে জানা গিয়েছে, মালদা ডিভিশনের 13011/13012 মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 28 মে থেকে 31 মে পর্যন্ত বাতিল করা হয়েছে । বাতিল হয়েছে 13053/13054 হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (27 মে থেকে 31 মে পর্যন্ত), 13063/13064 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13141/13142 শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 13145/13146 কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (27 মে থেকে 30 মে পর্যন্ত), 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (25 মে, 27 মে ও 28 মে), 15959 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (28 মে ও 29 মে), 15961 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (27 মে ও 30 মে), 15962 হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (26 মে), 13163 শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (27 মে ও 28 মে), 13164 সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস (28 মে ও 29 মে), 13169 শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (26 মে), 13170 সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস (27 মে), 15722 নিউ জলপাইগুড়ি-দীঘা এক্সপ্রেস (27 মে), 15721 দীঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (28 মে)।