পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DYFI Office Vandalised: ডিওয়াইএফআইয়ের পার্টি অফিসে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

ডিওয়াইএফআই-এর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল মালদা স্টেশন রোডে ৷ শনিবার রাতে এই ঘটনা ঘটে ৷ স্থানীয় ডিওয়াইএফআই নেতৃত্বের অনুমান, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ যদিও এই ঘটনায় তাদের কেউ জড়িত নয় বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

DYFI Office Vandalised
ডিওয়াইএফআইয়ের পার্টি অফিস ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে

By

Published : Nov 7, 2021, 2:44 PM IST

মালদা, 7 নভেম্বর: মালদা স্টেশন রোডে ডিওয়াইএফআই-এর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল শনিবার রাতে ৷ এই ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ সরাসরি অভিযোগ না করলেও, এই ঘটনার জন্য ঘুরিয়ে তৃণমূল কর্মীদের দিকেই ইঙ্গিত করেছে জেলা ডিওয়াইএফআই নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ৷

মালদা শহরের স্টেশন রোড শহরের অন্যতম ব্যস্ত এলাকায়। এই রোডের তিনমাথা মোড়ে (ভবানী মোড়) ডিওয়াইএফআই-এর কার্যালয় রয়েছে। অভিযোগ, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ কয়েকজন সেখানে ঢুকে হামলা চালায়। কার্যালয়ে থাকা ছবি, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। নয়ছয় করা হয় বিভিন্ন নথিপত্র। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ডিওয়াইএফআইয়ের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন : Murder : দুর্গাপুরে তাসের আসরে যুবককে পিটিয়ে খুন

এপ্রসঙ্গে ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক অরূপ পোদ্দার বলেন, “আজ আমরা জেলা কার্যালয়ে বসেছিলাম। সেই সময় আমাদের কাছে ফোন আসে, ডিওয়াইএফআই-এর ভবানী মোড়ের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। আমাদের এই কার্যালয়ের পাশেই তৃণমূলের পার্টি অফিস। তাদের অন্তর্দ্বন্দের জেরে এই ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই। প্রায় ৮-১০ জন এখানে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে।”

অন্যদিকে, জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেছেন, “পুরো অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় কিছু যুবকদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই সময় একে অপরের উপর তারা চড়াও হয়। এক পক্ষ ওই পার্টি অফিসে লুকোনোর চেষ্টা করে। অন্যপক্ষ সেখানে ঢুকে তাদের মারধর করে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূল এই ধরণের নোংরা রাজনীতি করে না।”

ABOUT THE AUTHOR

...view details