মালদা, 5 নভেম্বর:জমি মাফিয়াদের দাপটে পিছু হটতে হল প্রশাসনকে (Land Mafia)। ভরাট হওয়া পুকুর সংস্কারে গিয়েও মাফিয়াদের হুমকির জেরে এসকেভটর ও ট্র্যাক্টর না-পেয়ে খালি হাতে ফিরতে হল প্রশাসনিক কর্তাদের। মালদার বাগবাড়ি এলাকার ঘটনা ৷
মালদা শহরে জলাজমি ভরাটের সমস্যা দীর্ঘদিনের। প্রশাসনের নাকের ডগায় একের পর এক জলাশয় ভরাট হয়েছে। গত কয়েক মাস ধরে এরকমই এক জলাজমি ভরাট হচ্ছিল বাগবাড়ি এলাকায়। বিষয়টি নজরে আসে প্রশাসনের। ওই পুকুরের জমি মালিককে নোটিশ দিয়ে একাধিকবার পুকুর সংস্কার করতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। পুকুর সংস্কার কাজ শুরু দূর অস্ত, উলটে কিছুদিন পর থেকে ফের জলাশয় ভরাটের কাজ শুরু হয়। বাধ্য হয়ে সাবির শেখ ও নজরুল শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এসআইআর দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। আজ সেই পুকুর সংস্কার করতে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। প্রশাসনের এই অভিযানের বিষয়টি মাফিয়াদের নজরে আসতেই রাস্তায় লরি দাঁড় করিয়ে সংস্কারের কাজে বাধা দেন ৷ বাধ্য হয়েই জলাশয়টি সংস্কার না করেই ফিরে আসেন তাঁরা ৷