মালদা , 9 জুলাই :এবার মন্ত্রীর গাড়িতে ইট ছুড়ে হামলা ৷ ইটের আঘাতে আহত হলেন কর্তব্যরত ডিএসপি । ঘটনা মালদার হরিশচন্দ্রপুরে । শনিবার নির্বাচন শেষ হওয়ার পরেও বাংলাজুড়ে হিংসা বহাল । মালদাতেও বিভিন্ন বুথে ভোট পরবর্তী হিংসা বহাল ছিল । পরিস্থিতি খতিয়ে দেখতেই মালদা ডিএসপির সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন মন্ত্রী তাজমুল হাসান । তখনই মন্ত্রী ও ডিএসপির গাড়ি লক্ষ্য করে হামলা চলে । ইটের টুকরো এসে মাথায় লাগে ডিএসপি বিপুল ব্যানার্জির মাথায় ।
মালদার হরিশচন্দ্রপুরে ভোটের সকাল থেকে নিরাপত্তা খতিয়ে দেখছিলেন ডিএসপি বিপুল ব্যানার্জি । রাত সাড়ে দশটা নাগাদ বিভিন্ন বুথের বাইরে তৃণমূল ও বাম-কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসা বাধে। পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রীর সঙ্গেই ঘটনাস্থলে যান ডিএসপি । তখনই হামলার সম্মুখীন হন তিনি । আঘাত পেলেও হাসপাতালে চিকিৎসার পর সুস্থ আছেন বিপুল বাবু । ঘটনা নিয়ে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “ গতকাল হরিশ্চন্দ্রপুরে ভোটের ডিউটিতে গিয়ে আমাদের এক পদস্থ আধিকারিক চোট পেয়েছেন। তাঁর চিকিৎসা করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ”
বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে নীরব দর্শকের ভূমিকা নেয় রাজ্য পুলিশ । এদিকে ভোটের দিন বিভিন্ন বুথে পুলিশের উপর লাগাতার হামলা চলে । অনেক পুলিশ কর্মীকে প্রাণ বাঁচাতে বুথ থেকে পালাতেও দেখা যায় । মালদাতেই বুথ দখলের সময় পুলিশ বাধা দিলে তাঁদের উপর হামলা চলে বলেও খবর ।
আরও পড়ুন : ভোটের দিন তৃণমূল শান্ত ছিল, নইলে মৃত্যুর সংখ্যা বাড়ত; দাবি শান্তনুর
গতকাল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে রাজ্য বিজেপি সভাপতি গাড়ি আটকে প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায় রাজ্যের এক পুলিশ কর্মীকে । তাঁর অভিযোগ, বুথে পুলিশদের প্রাণ সংশয়ে । গোটা বিষয়কে টুইট করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সুকান্ত মজুমদারকেও । ভোট পরবর্তী মালদাতেও একই ঘটনা। পুলিশের উপস্থিতিতেই ভোট লুট, ছাপ্পা ভোট, ব্যালট নিয়ে পালানোর অভিযোগ উঠেছে মালদায়। অন্যদিকে, ইংরেজবাজারে পুলিশকে তালা মেরে ভোট লুঠ, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । পুলিশের উপর হামলার ঘটনায় ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়ায় । গতরাতে বিভিন্ন বুথ ঘিরে চলা সংঘর্ষ ঠেকাতেই ময়দানে নেমেছিলেন ডিএসপি । মন্ত্রীর গাড়ির পাশেই চলছিল তাঁর গাড়ি । মন্ত্রীকে লক্ষ্য করেই হামলা চলে বলে অভিযোগ । আক্রান্ত হলেন ডিএসপি ।