পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় 7 কেজি গাঁজা সহ গ্রেপ্তার মাদক কারবারি - Drug dealer arrested with 7 kg of cannabis

গতকাল মাঝরাতে রূপচাঁদ মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ । 7 কেজি গাঁজা উদ্ধার করা হয় তার বাড়ি থেকে । রূপচাঁদ মন্ডলকে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ছবি
ছবি

By

Published : May 14, 2020, 10:07 PM IST

মালদা, 14 মে : গোপন সূত্রে খবর পেয়ে 7 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ ধৃতের নাম রূপচাঁদ মন্ডল (28) । মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ইন্সপেকশন সেন্টারের অন্তর্গত ইন্দো-বাংলা সীমান্তের চরিঅনন্তপুর গ্রামের ঘটনা ৷

লকডাউনে সক্রিয় হয়ে উঠেছে মাদক পাচার চক্র । এর আগেও মাদক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে চরিঅনন্তপুরের সুকলালটোলায় রূপচাঁদ মন্ডল নামে এক যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ । গোলাপগঞ্জ ইন্সপেকশন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্র সাহা ও কালিয়াচক থানার পুলিশ অফিসার পবিত্রকুমার মাহাতো যৌথ অভিযান চালান । তল্লাশি চালিয়ে রূপচাঁদের বাড়ি থেকে উদ্ধার হয় সাত কেজি গাঁজা। যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা ৷ গ্রেপ্তার করা হয় রূপচাঁদকেও। পুলিশের অনুমান, ধৃত শুধুমাত্র একজন ক্যারিয়ার হিসাবে কাজ করে ৷ এর পিছনে রয়েছে গাঁজা পাচারের বড় চক্র ৷ রূপচাঁদকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

7 কেজি গাঁজা উদ্ধার

পুলিশ জানিয়েছে, সম্প্রতি জেলার সীমান্ত এলাকায় আফিম পাচারে কড়া নজরদারি থাকায় পাচারকারীরা আর ওই ব্যবসায় বিশেষ সুবিধা করতে পারছে না ৷ তাই তারা এখন নেশার কফ সিরাপ কিংবা গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে ৷ ধৃতের বিরুদ্ধে 20(b)(ii)(B) NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আজ রূপচাঁদকে জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details