মালদা, 1 নভেম্বর: মেডিক্যাল কলেজের চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচল বালিকা ৷ বিনা অপারেশনে খাদ্যনালী থেকে পাঁচ টাকার কয়েন বের করে নজির গড়লেন মালদা মেডিক্যালের ইএনটি বিভাগের চিকিৎসকরা (Doctors Remove 5 Rupees Coin from Esophagus of a Girl)৷ আপাতত ওই বালিকা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মালদা মেডিক্যালের প্রিন্সিপাল ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বিকেলে মন্দিরে খেলতে গিয়ে বাতাসা ভেবে পাঁচ টাকার কয়েন গিলে ফেলে হবিবপুরের বুলবুলির বাসিন্দা, আট বছরের মানালি সাহা ৷ সেদিন রাতেই হঠাৎ গলায় ব্যথা শুরু হয় মানালির । পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে স্থানীয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বালিকাকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করে দেন । মালদা মেডিক্যালের(Malda Medical College and Hospital) ইএনটি বিভাগের চিকিৎসকরা এক্স-রে করে বুঝতে পারেন মানালির খাদ্যনালীতে একটা কয়েন আটকে রয়েছে । সোমবার সন্ধ্যায় খাদ্যনালী থেকে সেই কয়েনটি বের করেন চিকিৎসকরা । বর্তমানে সুস্থ রয়েছে মানালি ।
আরও পড়ুন :10 বছর পর বিরল টিউমার থেকে রেহাই, জটিল অস্ত্রোপচারে সাফল্য মেদিনীপুর হাসপাতালের