পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Beaten to Death Allegation: ডিজে বাজানো নিয়ে বিবাদ, সালিশি সভায় খুন ডিজে মালিক ! - পিটিয়ে খুন

বিবাদের জেরে ডিজে মালিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল (Beaten to Death Allegation) ! কী ঘটেছিল মালদার মানিকচকে ?

DJ Box Owner Beaten to Death in Malda
শোকাহত পরিবার

By

Published : Feb 2, 2023, 9:26 PM IST

মালদা, 2 ফেব্রুয়ারি:সরস্বতীপুজোর বিসর্জনে ডিজে বাজানো নিয়ে বিবাদ ৷ সেই বিবাদ মেটাতে এলাকায় সালিশি সভা বসে ৷ আর সেই সভাতেই পিটিয়ে খুনের অভিযোগ ডিজে মালিককে (Beaten to Death Allegation) ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) মানিকচক এলাকায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে মানিকচক থানার পুলিশ ৷

প্রয়াত ডিজে মালিকের নাম পরিমল মণ্ডল (28) । তিনি মানিকচকেরই বাসিন্দা ছিলেন ৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, সরস্বতীপুজোর বিসর্জনের জন্য ডিজে ভাড়া নিয়েছিলেন ছোট ধরমপুর এলাকার বাসিন্দারা ৷ ডিজে বাজিয়ে বিসর্জনে যাওয়ার সময় সংশ্লিষ্ট এলাকার কয়েকজন বাসিন্দা ডিজে বন্ধ করতে বলেন ৷ তাঁদের কথা শুনে ডিজে বন্ধ করে দেন পরিমল ৷ কিন্তু, ধরমপুর এলাকার বাসিন্দারা ফের ডিজে বাজাতে শুরু করেন ৷ এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ বেধে যায় ৷ বিবাদ মেটাতে সালিশি সভা বসে ৷ অভিযোগ, সেই সালিশি সভাতেই পরিমলকে পিটিয়ে খুন করা হয় !

আরও পড়ুন:চাঁচলে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন মহিলাকে, ধৃত অভিযুক্ত

পরিমলের স্ত্রী প্রিয়া মণ্ডল বলেন, "ভাড়ার বরাত থাকায় স্বামী ডিজে নিয়ে ছোট ধরমপুরে চলে যান ৷ সেখানে ডিজে বাজিয়ে প্রতিমা বিসর্জন চলছিল ৷ পথে স্থানীয় লোকজন ডিজে বন্ধ করতে বলেন ৷ আমার স্বামী ডিজে বন্ধ করে দেন ৷ কিন্তু যাঁরা ডিজে ভাড়া করেছিলেন, ওঁরা আমার স্বামীর কলার ধরে ডিজে বাজাতে বলেন ৷ কিন্তু আমার স্বামী রাজি না হওয়ায় বিবাদ বেধে যায় ৷ এ নিয়ে এলাকায় সালিশি সভা বসে ৷ স্বামী বাড়িতে ফোন করে জানান, তাঁর কলার ধরে রেখেছেন কিছু লোক ৷ সেই খবর পেয়েই দেওর গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান ৷ দেওরকে দিয়ে ডিজের গাড়ি বাড়িতে পাঠিয়ে দেন স্বামী ৷ কিন্তু, এরপর আমার স্বামীকে পিটিয়ে খুন করেন স্থানীয় বাসিন্দারা ৷"

মৃতের শ্বশুর শংকর চৌধুরী বলেন, "ধরমপুর এলাকায় জামাইয়ের ডিজে ভাড়া করা হয়েছিল ৷ সেখানে স্থানীয় মানুষজন ডিজে বাজাতে মানা করছিলেন ৷ জামাই তাঁদের কথা মতো ডিজে বন্ধ করে দেন ৷ এ নিয়ে এলাকায় সালিশি সভা বসে ৷ জামাই বাড়িতে ডিজে পাঠিয়ে দেন ৷ এরপর সালিশি সভাতেই স্থানীয় লোকজন জামাইকে ব্যাপক মারধর করে ৷ ঘটনাস্থলেই জামাই অজ্ঞান হয়ে যান ৷ স্থানীয় কয়েকজন বাসিন্দা জামাইকে হাসপাতালে নিয়ে যান ৷ মালদা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জামাইয়ের ৷ আমরা এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করব ৷ আমরা দোষীদের শাস্তি চাই ৷"

ABOUT THE AUTHOR

...view details