মালদা, 23 মে: অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন ৷ তবে মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটের বাজি গুদামে বিস্ফোরণের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে ৷ ঘিঞ্জি বাজারে বাজি কিংবা কার্বাইডের মতো দাহ্য পদার্থ মজুত করার অনুমতি কীভাবে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শহরবাসী ৷ আদৌ কি দাহ্য পদার্থ মজুতের কোনও অনুমতি ছিল ? মঙ্গলবার ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া ৷
এই তদন্ত কমিটিতে প্রশাসন, পুলিশ, দমকল, পৌরসভা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও আছেন ৷ তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী ৷ আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক ৷
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্তের ক্ষেত্রে পুলিশের তরফে প্রথমে সিসিটিভির ফুটেজ ভরসা ৷ অথচ, এলাকায় যেসব দোকানে সিসি ক্যামেরা রয়েছে, তার প্রতিটিই বাজির দোকান ৷ তাই দুর্ঘটনা এড়াতে রাতের বেলা প্রতিটি দোকানের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয় ৷ ফলে বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরাও ৷ তাই বিস্ফোরণের সময়ের ফুটেজ সংগ্রহ করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে ৷ স্বাভাবিকভাবে তদন্তের প্রয়োজনীয় ফুটেজ এখনও পুলিশের হাতে আসেনি ৷