পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Tourism: মালদার পর্যটনকে মানুষের কাছে আকর্ষণীয় করতে প্রশাসন ও বণিকসভার যৌথ উদ্যোগ

জেলার পর্যটন-সহ আম, লিচু ও রেশম শিল্পকে মানুষের কাছে মনোমুগ্ধকর হিসেবে তুলে ধরতে যৌথভাবে উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন ও বণিকসভা ৷

Etv Bharat
মালদা জেলার ঐতিহ্যবাহী পর্যটন

By

Published : May 18, 2023, 7:57 PM IST

মালদা জেলার পর্যটনের প্রচারে উদ্যোগী প্রশাসন ও বণিকসভা

মালদা, 18 মে: অবশেষে মালদা জেলার পর্যটনকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করতে তুলতে নড়েচড়ে বসল প্রশাসন ৷ জেলার ইতিহাস ও পর্যটনকে কীভাবে মানুষের কাছে আরও মনোগ্রাহী করে তোলা যায়, বাইরে থেকে আসা মানুষজনকে কী কী পরিষেবা দেওয়া যায়, তা নিয়ে জেলার বণিকসভা ও হোটেল ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলা প্রশাসনের কর্তারা ৷ জেলায় পর্যটনের প্রসারে প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সও ৷

জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, "মালদা জেলার ট্যুরিজম নিয়ে এই বৈঠক সদর্থক হয়েছে ৷ প্রশাসনের বিভিন্ন দফতরের সঙ্গে চেম্বার অফ কমার্স, হোটেল ও হোম স্টে মালিক, প্রশিক্ষণপ্রাপ্ত গাইডদের এই বৈঠকে ডাকা হয়েছিল ৷ জেলার ট্যুরিজম নিয়ে প্রশাসনের তরফে ইতিমধ্যে একটি বুকলেট করা হয়েছে ৷ হোটেল আর হোম স্টে সার্ভিস কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে বৈঠকে বিশদে আলোচনা হয়েছে ৷ পর্যটনের জন্য পরিকাঠামোগত আর কী কী উন্নতি করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে ৷ গৌড় এবং আদিনায় আবারও লাইট অ্যান্ড সাউন্ড চালু করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আমরা অনুরোধ জানিয়েছি ৷ তারা বিষয়টি দেখছে ৷ আশা করছি, আমরা দ্রুত সেটা চালু করতে পারব ৷ তবে শুধু ইতিহাস নয়, এই জেলার আম, রেশম ও লিচুকে কেন্দ্র করেও পর্যটন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে ৷"

এই স্থাপত্যগুলির কথা অনেকেরই অজানা

এই প্রসঙ্গে জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, "পর্যটনের উন্নয়নে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, হোটেল ও হোম স্টে মালিক, আম ও রেশম ব্যবসায়ীদের এই বৈঠকে ডাকা হয়েছিল ৷ রাজ্য সরকারের তরফে জেলার পর্যটনের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে ৷ পর্যটকদের থাকার জন্য হোটেলেরও সুবন্দোবস্ত করা হয়েছে ৷ জেলাশাসকের উদ্যোগে মালদার পর্যটন বুকলেট তৈরি হয়েছে ৷ এসব সুবিধে পৌঁছে দেওয়ার সঙ্গে গাইড দিয়ে পর্যটকদের জেলার ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত হয়েছে ৷ পর্যটকদের মনোরঞ্জনের জন্য ছৌ নাচের আদলে এখানে গম্ভীরা গানের আসরেরও ব্যবস্থা করা হবে ৷ এসব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে ৷ গৌড় এবং আদিনায় বন্ধ হয়ে থাকা লাইট অ্যান্ড সাউন্ড ফের চালুর বিষয় নিয়েও কথা হয়েছে ৷ আমরা সবাই মিলে আগামীতে এই জেলার পর্যটনকে মানুষের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর ৷"

মালদা জেলার ঐতিহাসিক স্থাপত্য

আরও পড়ুন : এবার অনলাইনে ভারতের যে কোনও প্রান্তে মিলবে মালদার আম, উদ্যোগ জেলার দম্পতির

ABOUT THE AUTHOR

...view details