পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশের প্রভাবে উত্তাল গঙ্গা, মালদায় মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল - Disaster management team

যশের প্রভাবে গঙ্গায় জলস্তর বেড়েছে ৷ মালদাতেও শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৷ সেজন্য গঙ্গায় যাত্রী পারাপারকারী নৌকাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ যশের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত গঙ্গায় মাছ ধরতে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে ৷ মানিকচক ও ভূতনিতে থাকা গঙ্গার ঘাটগুলিতে নজরদারির জন্য সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে ৷

মালদায় মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল
মালদায় মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল

By

Published : May 26, 2021, 3:40 PM IST

মালদা, 26মে : যশ কার্যত তাণ্ডব চালাচ্ছে ওডিশায় ৷ প্রায় 500 কিলোমিটার দূরে মালদাতেও শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ বইছে ঝড়ো হাওয়া ৷ আজ সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে গঙ্গা ৷ ঢেউয়ের আকার বেড়েছে ৷ মাঝিরা নিজেদের নৌকা পাড়ে তুলতে ব্যস্ত ৷ কারণ, মানিকচক ব্লক প্রশাসনের তরফে মাইকে ঘোষণা করা হয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন গঙ্গায় যাত্রী পারাপার কিংবা মাছ ধরতে যাওয়া যাবে না ৷

এদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর থেকে মালদায় এসে পৌঁছেছে নয় সদস্যের একটি দল ৷ যশের প্রকোপে প্রয়োজনে কাজে নামবে এই দলটি ৷ জেলা প্রশাসনের পক্ষে ঝড়ে পড়ে যাওয়া গাছ সাফাইয়ের জন্য 10টি দল তৈরি করা হয়েছে ৷ বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলার জন্যও তৈরি রয়েছে বেশ কয়েকটি দল ৷ অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী জানিয়েছেন, যশের প্রভাবে এই জেলাতেও ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷ তার জন্য প্রশাসন তৈরি রয়েছে ৷ মূলত গঙ্গা তীরবর্তী এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে ৷ নদী তীরবর্তী গ্রামগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে ৷ আপাতত ফ্লাড শেল্টারগুলি খুলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :ভেসে গিয়েছে বহু গ্রাম, নিরাপদে সরানো হয়েছে 15 লক্ষ মানুষকে : মমতা

এদিকে মানিকচকের গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে ব্লক প্রশাসনের তরফে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয় ৷ বিডিও জয় আহমেদ বলেন, “গঙ্গায় যাত্রী পারাপারকারী নৌকাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ যশের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত গঙ্গায় মাছ ধরতে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে ৷ মানিকচক ও ভূতনিতে থাকা গঙ্গার ঘাটগুলিতে নজরদারির জন্য সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে ৷”

ABOUT THE AUTHOR

...view details