মালদা, 9 জুন : রাজ্যে তৃণমূল কংগ্রেস ও পুলিশের সঙ্গে BJP-র কর্মী সমর্থকদের সংঘর্ষের মধ্যেই প্রতিশোধ নেওয়ার নিদান দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সন্দেশখালিতে BJP-তৃণমূল সংঘর্ষে শনিবার সন্ধ্যায় চারজনের মৃত্যু হয়েছে । ওইদিনই গঙ্গারামপুরে মিছিলকে কেন্দ্র করে পুলিশ-BJP সংঘর্ষ হয় । এই দুই ঘটনার প্রেক্ষিতে মালদায় সাংবাদিকদের দিলীপবাবু বলেন, "তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি মনে করেন পুলিশ দিয়ে আমাদের পেটাবেন, তবে রোজ গঙ্গারামপুরের মতো পরিস্থিতি হবে ।" তিনি আরও বলেন, "ওনার দলের লোকজনই ওনার কথা শোনেন না । তাহলে আমরা কেন শুনব ?"
গঙ্গারামপুরে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর কলকাতা যাওয়ার পথে মালদা স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপবাবু । সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও হারছেন না । গণতন্ত্রে মানুষের রায় শেষ কথা । মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে রাজি নন । মানুষের আশীর্বাদে BJP জিতেছে । রাজনৈতিকভাবে BJP-কে আটকাতে না পেরে স্বৈরতান্ত্রিক অত্যাচার চালানোর চেষ্টা হচ্ছে । ওনার শান্তি মিছিল চলবে। কিন্তু আমাদের মিছিল করা যাবে না । মিছিল করলেই 144 ধারা জারি করা হবে। কোন অধিকারে তিনি এসব করছেন ? কে তাঁকে এসব করার অধিকার দিয়েছে ? সেই কারণে আমরা তাঁর কোনও নিয়ম মানব না ।"