পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh: রাজীব-অর্জুনদের কি দণ্ডি কেটে দলে ফিরিয়েছিল তৃণমূল ? প্রশ্ন দিলীপের

বালুরঘাটে আদিবাসী মহিলাদের দিয়ে তৃণমূল নেতাদের দণ্ডি কাটানোর ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ তৃণমূলকে আদিবাসী বিরোধী বলেও কটাক্ষ করেন তিনি ৷

Etv Bharat
দিলীপ ঘোষ ও দণ্ডি বিতর্ক

By

Published : Apr 8, 2023, 6:27 PM IST

দিলীপ ঘোষের বক্তব্য

মালদা, 8 এপ্রিল:“রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংরাও তো বিজেপিতে এসে ফের তৃণমূলে ফিরে গিয়েছেন ৷ দলে নেওয়ার আগে তৃণমূল তাঁদের কেন দণ্ডি কাটায়নি ? গরিব আদিবাসীদের ক্ষেত্রেই কি শুধু সেই নিয়ম ?” শনিবার এই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ বিজেপিতে যোগ দেওয়ায় শুক্রবার রাতে বালুরঘাটে কয়েকজন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত করিয়ে তৃণমূলে ফেরানো হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনা প্রসঙ্গেই এদিন এই মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷

শনিবার থেকে পুরাতন মালদার একটি হোটেলে শুরু হয়েছে বিজেপির রাজ্য তফশিলি মোর্চার দু’দিনের প্রশিক্ষণ শিবির ৷ সেখানে দিলীপ ঘোষ ছাড়াও অংশ নিয়েছেন দলের এসসি মোর্চার কেন্দ্রীয় সভাপতি লাল সিং আরিয়া ৷ এই কর্মসূচির ফাঁকেই এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, “বিজেপিতে যোগ দেওয়ায় বালুরঘাট শহরে আদিবাসী মহিলাদের এক কিলোমিটার দণ্ডি কাটতে বাধ্য করা হয়েছে ৷ সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, তিনি আদিবাসীদের সঙ্গে, মহিলাদের সঙ্গে রয়েছেন ৷ তাঁদেরও তো কোনও দল করার অধিকার রয়েছে ৷ আপনি তো রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংদের দণ্ডি কাটাননি ! তাঁরাও তো বিজেপিতে এসেছিলেন৷ পরে পুরনো দলে চলে গিয়েছেন ৷" আদিবাসীরা গরিব বলেই কি তাঁদের দিয়ে এভাবে দণ্ডি কাটানো হল, এই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা ৷ তৃণমূলকে দলিত বিরোধীও বলেছেন দিলীপ ঘোষ ৷

একইসঙ্গে এদিন ডিএ ইস্যুতেও ফের রাজ্য সরকারের সমালোচনা করেন দিলীপ ৷ তাঁর দাবি, সরকারি কর্মীদের ডিএ আন্দোলনকে রাজ্য সরকার প্রথমে গুরুত্ব দেয়নি ৷ পরবর্তীতে আন্দোলনের গতি বেড়েছে ৷ এখন সরকার অনুগামী সরকারি কর্মীরাও আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন ৷ অনেকে তৃণমূলের সদস্যপদও ছেড়ে দিয়েছেন ৷ আদালতও মেনে নিয়েছে, সরকারি কর্মীদের এই দাবি নায্য ৷ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়,"ডিএ না দিয়ে সরকার এই কর্মীদের চোর-ডাকাত, কুকুর-ছাগল বলেছে ৷ তাঁরা হকের জন্য লড়াই করছেন ৷ আমরাও তাঁদের দাবিকে সমর্থন করছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যদি টাকার জন্য কেন্দ্রের বিরুদ্ধে ধরনা দিতে পারেন, তাঁর কর্মচারীরা ডিএ’র জন্য কেন ধরনা দেবেন না ? দু’জনের ক্ষেত্রে নিয়ম তো দু'ধরনের হতে পারে না ৷ তবে ওনার ধর্নায় কিছু হবে না ৷ উনি টাকা নেবেন আর হিসেব দেবেন না, সেটা চলবে না ৷ টাকা নিন, খরচ করুন, হিসেব দিন ৷ কোনও সমস্যাই হবে না ৷”

আরও পড়ুন: এক কিমি দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে যোগ চার আদিবাসী মহিলার

কুরমি আন্দোলন নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির বক্তব্য, প্রতিটি সমাজই তাদের নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতে পারেন ৷ কুরমিরাও তাঁদের জাতিগত সংরক্ষণের জন্য আন্দোলন করছেন ৷ তার জন্য একটি কমিটি রয়েছে ৷ তথ্য প্রমাণ দিয়ে সেখানে আবেদন করলে সেসব খতিয়ে দেখে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে ৷ অন্যদিকে, কলকাতায় পার্কিং-ফি ইস্যুতে এখন তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উপার্জন বাড়াতে চান না ৷ জিএসটি আদায়ে এই রাজ্য গোটা দেশে 13 নম্বরে ৷ এত বড় রাজ্যে সেটা হবে কেন ? উপার্জন বাড়াতে গেলে সরকারকে ট্যাক্স বাড়াতে হবে ৷ সেকারণেই ববি হাকিম পার্কিং-ফি বাড়াতে চেয়েছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী রোজগার না বাড়িয়ে খরচা বাড়াবেন ৷ কেন্দ্রের টাকায় ফূর্তি করবেন ৷ তাই তিনি পার্কিং-ফি বাড়ানো বন্ধ করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details