পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করলেও আধার কার্ডের দোষ, কটাক্ষ দিলীপ ঘোষের - CAA ইশুতে দিলীপ ঘোষ

মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “দিদিমণি নোটবন্দির সময় বলেছিলেন, মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছে ৷ শাহিনবাগে কনকনে ঠান্ডার মধ্যেও মানুষ মারা যাচ্ছে না ৷ শুধু পশ্চিমবঙ্গেই মানুষ মারা যায় ৷ দিদির কুশাসনের জন্য মানুষ আত্মহত্যা করছে ৷ সেই পাপ মমতা বন্দ্যোপাধ্যায় উপর যাচ্ছে ৷”

dilip_in_malda
দিলীপ ঘোষ

By

Published : Jan 27, 2020, 4:25 PM IST

মালদা, 27 জানুয়ারি : NRC ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আজ বলেন, “কেউ যদি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে, তবে বলা হচ্ছে আধার কার্ডের জন্য আত্মহত্যা করেছে । ” উল্লেখ্য, এদিন মালদার রতুয়া এলাকায় এক রিকশাওয়ালার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ পরিবারের দাবি NRC আতঙ্কে আত্মহত্যা করেন মধু সাহা নামে ওই ব্যক্তি । সেই প্রসঙ্গ তুলে আজ একথা বলেন দিলীপবাবু ৷

মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপবাবু আরও বলেন, “দিদিমণি নোটবন্দির সময় বলেছিলেন, মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছে ৷ শাহিনবাগে কনকনে ঠান্ডার মধ্যেও মানুষ মারা যাচ্ছে না ৷ শুধু পশ্চিমবঙ্গেই মানুষ মারা যায় ৷ দিদির কুশাসনের জন্য মানুষ আত্মহত্যা করছে ৷ সেই পাপ মমতা বন্দ্যোপাধ্যায় উপর যাচ্ছে ৷”

আরও পড়ুন:- মালদায় ব্যক্তির ঝুলন্ত দেহ, NRC আতঙ্কে আত্মহত্যা; দাবি পরিবারের

উল্লেখ্য, CAA-র সমর্থনে রাজ্যের বিভিন্ন জায়গায় 'অভিনন্দন যাত্রা' করছে BJP ৷ এদিন মালদা শহরে 'অভিনন্দন যাত্রা' হয় । সেই উপলক্ষে সেখানে যান দিলীপবাবু । 'অভিনন্দন যাত্রা'-র আগে শহরের বিবেকানন্দ মোড়ে 'চায়ে পে চর্চা'-য় যোগ দেন দিলীপবাবু ছাড়াও জয়প্রকাশ মজুমদার, প্রণয় রায়, দলের মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল প্রমুখ ।

দিলীপ ঘোষ

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “পশ্চিমবঙ্গ BJP-এর সঙ্গে রয়েছে ৷ মানুষ আমাদের জেতাতে চায় ৷ সংগঠনের দুর্বলতায় আমরা এতদিন সফল হতে পারিনি ৷ তবে বছর চারেক ধরে লড়াই করে বুথ স্তর পর্যন্ত সংগঠন মজবুত করেছি । তাই পঞ্চায়েতে ভোট পেয়েছি । মানুষ আরও বেশি করে BJP-কে জেতাতে চেয়েছিল ৷ কিন্তু পুলিশের হিংসা ও অত্যাচারের ফলে পঞ্চায়েত ভোটে অনেক আসনে মনোনয়নপত্র জমা করা যায়নি । তবে মানুষের মনে যে ইচ্ছে ছিল তা গত লোকসভা ভোটে প্রতিফলিত হয়েছে । আগামী পৌরসভা ভোটে উত্তরবঙ্গে অধিকাংশ পৌরসভা BJP দখল করবে । আগামী বছর বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে 54টির মধ্যে 50টি আসনে BJP জিতবে । "


এদিন 'অভিনন্দন যাত্রা'-র পর জনসভায় দিলীপবাবু বলেন, “বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা দীর্ঘদিন এদেশের নাগরিকত্ব পায়নি ৷ সবাই শুধু ভাষণ দিয়েছে কিন্তু তাদের নাগরিকত্ব দেয়নি ৷ এই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য নরেন্দ্র মোদি আইন এনেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details