মালদা, 28 জানুয়ারি: রাজ্যপালের হাতেখড়ি পর্ব নিয়ে এখনও বঙ্গ বিজেপির অন্দরে তরজা চলছে ৷ আজও তার প্রমাণ পাওয়া গিয়েছে দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের গলায় ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে আজ ভোরে মালদা স্টেশনে তিনি রাজ্যপালকে আরও রাজনৈতিকভাবে দূরদৃষ্টিসম্পন্ন হওয়ার বার্তা দিয়েছেন ৷ পাশাপাশি নওশাদ সিদ্দিকি এবং জিটিএ নিয়েও মন্তব্য করেন মেদিনীপুরের সাংসদ ৷
2024 সালের লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেছে বঙ্গের পদ্ম শিবির ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে তারা লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধরে নিয়েছে ৷ তাই নতুন করে বিস্তারক নিয়োগ শুরু হয়েছে গোটা রাজ্যে ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গে সংগঠনের খামতি বুঝে নিতেই এই বিস্তারক নিয়োগ ৷ নিযুক্ত বিস্তারকরা আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত নিজেদের কাজ করে যাবেন ৷ সেই কর্মসূচি নিয়ে শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একাধিক বৈঠক করবেন দিলীপ ঘোষ ৷ রবিবার মালদায় কর্মসূচি রয়েছে তাঁর ৷
আজ ভোরে গৌড় এক্সপ্রেসে মালদা স্টেশনে নামেন বিজেপির সহসভাপতি ৷ বিশ্রাম নিতে পুরনো মালদার গৌড় ভবনে যাওয়ার আগে সাংবাদিকদের কাছে নওশাদ সিদ্দিকি (Dilip Ghosh over Nawsad Siddique) প্রসঙ্গে তাঁর মন্তব্য, "ওরা ওদের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছে ৷ এখানে গণতান্ত্রিক পরিবেশটাই শেষ করে দেওয়া হচ্ছে ৷ এখানে বিরোধীদের আন্দোলন করার কিংবা বক্তব্য রাখার কোনও জায়গা নেই ৷ দলীয় কর্মসূচি পালনের অধিকারও নেই ৷ এই অবস্থায় কেউ তো গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেই পারে ৷"