পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমা পেরোলে পশ্চিমবঙ্গের জন্য পৃথক ভাবনার আবেদন জানাব : দেবশ্রী

কলকাতা যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে মালদার রথবাড়িতে সন্দেশখালি ইশু প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন, "রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছু নেই । এর বিরুদ্ধে আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানাব । কিন্তু একটা সীমা পেরিয়ে গেলে রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিছু ভাবার আবেদন জানাব । আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে , তাতে সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

দেবশ্রী চৌধুরি, কেন্দ্রীয়মন্ত্রী

By

Published : Jun 9, 2019, 5:53 PM IST

Updated : Jun 9, 2019, 7:11 PM IST

মালদা, 9 জুন : রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছুই নেই । নির্দিষ্ট সীমা অতিক্রান্ত হলেই রাষ্ট্রপতির কাছে অন্য পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হবে । সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে প্রকারান্তরে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিতই দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

শুনুন বক্তব্য়

আজ ইসলামপুর থেকে সড়কপথে কলকাতা যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে মালদার রথবাড়ি মোড়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন দেবশ্রী চৌধুরি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "এখন পশ্চিমবঙ্গে ৭২ সালের থেকেও কয়েকগুণ খারাপ অবস্থা তৈরি হয়েছে । রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছু নেই । এর বিরুদ্ধে আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানাব । কিন্তু একটা সীমা পেরিয়ে গেলে রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিছু ভাবার আবেদন জানাব । আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সন্দেশখালিতে BJP-র একজন মণ্ডল সভাপতি সহ চার জনকে দুষ্কৃতীরা খুন করেছে । পঞ্চায়েত নির্বাচন থেকে হত্যার রাজনীতি শুরু হয়েছে । লোকসভা নির্বাচনের পর থেকে এরাজ্যে আমাদের দলীয় কর্মীদের লাগাতার হত্যা করা হচ্ছে৷ ।"

এই সংক্রান্ত আরও খবর : পশ্চিমবঙ্গের পরিস্থিতি 'উদ্বেগজনক', আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রের : সূত্র

পাশাপাশি, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন দেবশ্রী চৌধুরি । তিনি বলেন, "পুলিশ এখন দলদাস হয়ে গেছে৷ পুলিশ মনে করছে, চাকরি বাঁচিয়ে রাখতে গেলে শুধু তৃণমূলের হয়ে কাজ করতে হবে ।" কেন্দ্রীয়মন্ত্রী দাবি করেন, আমরা রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করতে চাই । আমরা যদি ঘাত-প্রতিঘাতে যাই, তাহলে ছোট্ট একটা আঞ্চলিক রাজনৈতিক দলকে পিষে মারতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে । কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে রক্ষা করে চলে ।"

Last Updated : Jun 9, 2019, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details