মালদা, 9 জুলাই: মালদায় পঞ্চায়েত ভোটের বলি আরও এক ৷ ছাপ্পা ভোট রুখতে ও ব্যালট বাক্স লুট হওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মীর ৷ তাঁর নাম মতিউর রহমান ৷ পুলিশের তরফে জানানো হয়েছে তাঁর বয়স 45 বছর ৷ এ নিয়ে মালদা জেলায় ভোটের হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের কেবিসি প্রাথমিক বিদ্যালয়ে ৷ ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর জুড়ে ৷ ফলে এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটে মৃত হল 20 জনের ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মতিউর রহমানের বাড়ি বৈষ্ণবনগরের ভগবানপুর এলাকার বড়োকামাতে ৷ তিনি পেশায় লরির চালক ছিলেন ৷ এলাকায় তিনি তৃণমূলকর্মী হিসেবে পরিচিত ৷ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল কেবিসি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময় কংগ্রেসের লোকজন বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছিল ৷ সেই সময় তৃণমূলের লোকজন প্রতিবাদ করতে থাকেন ৷ এগিয়ে যান তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মতিউর রহমানও ৷ অভিযোগ সেই সময় কংগ্রেসের লোকজন ব্যালট বাক্স নিয়ে পালানোর চেষ্টা করে ৷