পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death in Lightning Strikes: বুধবার দুপুরে মালদায় বজ্রপাতে মৃত্যু 7 জনের - মালদায় বজ্রপাতে মৃত্যু

মালদায় বুধবার দুপুরের পর ব্যপক ঝড়-বৃষ্টি হয় ৷ এই প্রাকৃতিক দুর্যোগে 7 জনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Jun 21, 2023, 6:22 PM IST

Updated : Jun 21, 2023, 10:17 PM IST

মালদা, 21 জুন: খোলা ছিল স্কুল ৷ টিফিন চলাকালীন স্কুলের পাশেই বজ্রপাত । আর সেই বজ্রাঘাতে মৃত্যু হল ওই স্কুল সংলগ্ন এলাকার 2 বালকের ৷ আতঙ্কে অসুস্থ হয়ে পড়ল আরও 20 থেকে 25 জন পড়ুয়া । পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে । বুধবার ঘটনাটি ঘটে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা এলাকায় । তবে শুধু এখানে নয় এদিন গোটা জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে মোট 7 জনের, 9টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে ৷ কালিয়াচকে উম্মে কুলসুম (6) নামে এক বালিকারও মৃত্যু হয়েছে ৷

এদিন দুপুর আড়াইটে নাগাদ মালদা জেলাজুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় । বজ্রপাত হয় একাধিক এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে স্কুল চলাকালীন বাঙ্গীটোলা হাইস্কুল সংলগ্ন এলাকায় বজ্রপাত হয়। বজ্রাপাতে মৃত্যু হয় সোমিত মণ্ডল (10) ও ঈশা সরকারের (8) । জানা গিয়েছে, সৌমিতের বাড়ি গোঁসাইহাটে এবং ঈশার বাড়ি ভাগলপুরে। বজ্রপাতের জেরে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন স্কুলের একাধিক পড়ুয়া ।

স্কুল সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে 20 থেকে 25 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পড়ুয়াদের উদ্ধার করে বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করেন । বাঙ্গীটোলা ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বালক সম্ভবত বজ্রপাতের সময় বাগানে আম কুড়োচ্ছিল । আহত তিন বালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে দু'জনের মৃত্যু হয় ।

বাঙ্গীটোলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র সেনগুপ্ত জানান, স্কুলে টিফিন চলাকালীন বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় । সম্ভবত স্কুলের পাশে কোথাও বজ্রপাত হয় । তাতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া । আমরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে পড়ুয়াদের বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করি । আপাতত 15-16 জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতরা এই স্কুলের ছাত্র নয় ৷

এছাড়াও এদিন ঝড়-বৃষ্টির মধ্যে আম পাড়তে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় নজরুল শেখ নামে এক ব্যক্তির । তাঁর বাড়ি কালিয়াচক 2 ব্লকের বাবলা পাঠানপাড়া এলাকায় । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রসঙ্গে, বিদায়ী জেলা পরিষদ সদস্য হাসিমুদ্দিন আহমেদ জানান, বাঙ্গীটোলা স্কুলের কিছু পড়ুয়া বজ্রাপাতে অসুস্থ হয়েছে । এছাড়াও ওই এলাকায় দুই কিশোরের মৃত্যুর খবর মিলেছে ৷ রথবাড়ি এলাকায় এক ব্যক্তি আম পাড়তে গিয়েছিলেন তাঁরও মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: আজ ও কাল রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

মালদার জেলাশাসক নিতীন সিংঘানিয়া জানান, কালিয়াচক 1, 2 ও 3 নম্বর ব্লক ও পুরাতন মালদা ব্লক মিলিয়ে 7 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে সোমিত মণ্ডল, ঈশা সরকার, রবিজন বিবি, শেখ নজরুল কালিয়াচক 2 নম্বর ব্লকের বাসিন্দা ৷ উম্মে কুলসুম কালিয়াচক 1 ও দেবশ্রী মণ্ডল কালিয়াচক 3 নম্বর ব্লকের বাসিন্দা ৷ মৃত কৃষ্ণ চৌধুরীর বাড়ি (65) পুরনো মালদায় ৷

Last Updated : Jun 21, 2023, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details