পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় ফিরল ৯ শ্রমিকের কফিনবন্দী দেহ

উত্তরপ্রদেশের কারখানায় বিস্ফোরণে মৃত ৯ জন শ্রমিকের দেহ আজ মানিকচকে ফিরল। শোকসভার আয়োজন করে তাঁদের পরিবারের সদস্যদের হাতে কফিনবন্দি মৃতদেহ তুলে দেওয়া হয়।

By

Published : Feb 27, 2019, 5:45 PM IST

কফিনবন্দি মৃতদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

মালদা, ২৭ ফেব্রুয়ারি : পাঁচদিনের মাথায় শ্রমিকদের কফিনবন্দী দেহ ফিরল মানিকচকে। প্রিয়জনদের কফিনবন্দী অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রীতি মেনে শ্রমিকদের কবরস্থ করা হয়। গতকাল শ্রমিকদের মৃতদেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছায়। আজ মানিকচকে একটি শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই পরিবারের সদস্যদের হাতে শ্রমিকদের মৃতদেহ তুলে দেওয়া হয়।

দেখুন ভিডিয়ো

২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভাদোহিতে একটি কার্পেট কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মালদার ৯ জন শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জেলার প্রশাসনিক কর্তারা মানিকচকে যান। ২৪ ফেব্রুয়ারি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মৃত শ্রমিকদের পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন। আজ শোকসভা মঞ্চে মৃত শ্রমিকদের বিবিদের হাতে ১ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলাশাসক। তাঁদের মানবিক ভাতার আওতাভুক্তও করা হয়। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে শ্রমিকদের শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয় বাসিন্দাদের জমায়েত হয়েছিল।

শোকসভায় উপস্থিত মৌসম বেনজির নুর বলেন, "২৩ ফেব্রুয়ারি মানিকচকের শ্রমিক ভাইয়েরা উত্তরপ্রদেশে বিস্ফোরণে মারা যান। তাঁদের মৃতদেহ আজ মানিকচকে নিয়ে আসা হয়েছে। সমস্ত রীতি মেনে আজ তাঁদের কবরস্থ করা হবে। মুখ্যমন্ত্রী তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বলেছিলেন। ফিরহাদদা মানিকচকে এসেছিলেন। আজ ওই শ্রমিকদের শ্রদ্ধা জানাতে সরকারিভাবে শোকসভা মঞ্চের আয়োজন করা হয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details