শুক্রবার সকালেই গ্রামে ফিরছে 18 শ্রমিকের দেহ মালদা, 24 অগস্ট: শুক্রবার সকালে মিজোরাম থেকে মালদায় ফিরছে 18 জন শ্রমিকের মৃতদেহ ৷ বাকি শ্রমিকদের দেহ কবে আসবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে ৷ বৃহস্পতিবার একথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ তিনি আরও জানিয়েছেন, আগামিকাল তাঁরা প্রশাসনিকভাবে মৃতদেহগুলি পরিবার-পরিজনদের হাতে তুলে দেবেন ৷ একইসঙ্গে প্রত্যেক মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে দু'লক্ষ টাকার চেক ৷ কেন্দ্রের কাছে মৃত শ্রমিকদের পরিবার পিছু একজনের চাকরি দেওয়ার দাবিও তুলেছেন রাজ্যের মন্ত্রী ৷
দুর্ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘণ্টারও বেশি সময় ৷ মৃত শ্রমিকদের পরিবার এখন দেহ ফিরে পাওয়ার অপেক্ষায় ৷ এই ঘটনায় গতকাল মুখ্যমন্ত্রী ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন ৷ বলেছিলেন, এই রাজ্যে প্রচুর কাজের সুযোগ রয়েছে ৷ বাংলার শ্রমিকরা যেন তাঁদের ঘরে থেকেই কাজ করেন ৷ আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বক্তব্যেরই সুর মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গলায় ৷
প্রথমে ইংরেজবাজারের সাট্টারি, সেখান থেকে রতুয়া 2 নম্বর ব্লকের কোকলামারি চৌদুয়ার গ্রামে মৃত শ্রমিকদের পরিজনদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, মিজোরামের দুর্ঘটনায় মালদারই 23 জন শ্রমিক মারা গিয়েছেন ৷ তাঁদের মধ্যে 19 জনের দেহ মিলেছে ৷ বাকি চারজনের দেহ এখনও পাওয়া যায়নি ৷ জেলাশাসক এবং মুখ্যমন্ত্রী নিজে পুরো বিষয়টির তদারকি করছেন ৷
তিনি আরও বলেন, "আমাদের মৃতদের বাড়িতে আসার নির্দেশ দিয়েছেন ৷ আমরা রাজ্য সরকারের তরফে আগামিকাল প্রত্যেক মৃতের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেব ৷ আমি জেলার প্রতিটি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ ঝুঁকি নিয়ে বাইরে কাজ করতে যাবেন না ৷ পশ্চিম বাংলায় প্রচুর কাজ আছে ৷ গতকাল মুখ্যমন্ত্রী প্রত্যেক মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য রেলের কাছে দাবি করেছিলেন ৷ মালদাবাসীর তরফে আমরাও সেই দাবি করছি ৷ আগামী 1 সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে ৷ সেই ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের যাতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় আনার জন্য যাবতীয় চেষ্টা করা হবে ৷"
আরও পড়ন:ফেসবুকে স্বামীর মৃতদেহ, শোকে পাথর মালদার হাসিনা