পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mizoram Bridge Collapsed: মিজোরাম দুর্ঘটনায় স্বামী-ছেলে-জামাই-নাতিকে হারিয়ে দিশেহারা সারথিদেবী

Mizoram Tragedy: বাড়িতে আর রোজগেরে কেউ নেই ৷ স্বামী, ছেলে জামাই, নাতির প্রাণ গিয়েছে ৷ মিজোরামে রেলসেতু ভেঙে পড়ে মালদার একই পরিবারের চারজনের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা ৷ সারথিদেবী বলছেন, "একেবারে সমস্ত কিছু তাসের ঘরের মতো ভেঙে গেল।"

Mizoram Bridge Collapsed
চারজনের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 6:44 PM IST

চারজনের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা

মালদা, 23 অগস্ট: মিজোরামের নির্মীয়মান রেলসেতুর দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের চারজনের। ইংরেজবাজার এলাকার সাট্টারিতে সরকার পরিবারের একমাত্র রোজগেরে ছিল তাঁরাই ৷ এখনে কীভাবে ওই পরিবার চলবে তা ভেবে কুলকিনারা করতে পারছেন না পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরাও। এই পরিস্থিতিতে দ্রুত সরকারি সাহায্যের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ, বুধবার সকালে মিজোরামে নির্মীয়মান রেলসেতুর দুর্ঘটনায় কমপক্ষে 23 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় মালদারই 23 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 6 জন ইংরেজবাজারের সাট্টারি এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন একই পরিবারের। ওই পরিবারের কর্তা ঝল্লু সরকার (55), তাঁর ছেলে জয়ন্ত সরকার (27), জামাই রঞ্জিত সরকার (45) ও নাতি সুমন সরকার (18) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান ইংরেজবাজাররের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, মিলকি ফাঁড়ির ওসি মণিরুল ইসলাম-সহ অন্যান্যরা।

একসঙ্গে স্বামী, ছেলে, জামাই, নাতিকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন সারথি সরকার। কোনওমতে তাঁর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে। তিনি বলছেন, "একেবারে সমস্ত কিছু তাসের ঘরের মতো ভেঙে গেল। প্রায় একমাস আগে স্বামী, ছেলে, জামাই ও নাতি মিজোরামে কাজ করতে গিয়েছিল। আজ সকালে বাড়িতে ফোন আসে। জানতে পারলাম সকলের মৃত্যু হয়েছে।"

স্থানীয় বাসিন্দা অর্জুন মণ্ডল বলেন, "মিজোরামে এলাকার কয়েকজন কাজ করতে গিয়েছিল। নির্মীয়মান রেলসেতু দুর্ঘটনায় এই এলাকার 6 জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে চারজন একই পরিবারের ছিলেন। ওই পরিবারের কর্তা, তাঁর ছেলে, জামাই এবং নাতির মৃত্যু হয়েছে। ওই বাড়িতে এখন আর রোজগেরে বলতে কেউ নেই ৷ আজ সকাল 11টা নাগাদ ঘটনার খবর পাওয়া যায়। সেই সময় থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

সৌগত চৌধুরী বলেন, "আপাতত ইংরেজবাজারের 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারমধ্যে একই বাড়ির চারজন সদস্য রয়েছেন। খবর পেয়ে আমরা ওই পরিবারগুলির সঙ্গে দেখা করে কথা বলেছি। পরিবারগুলিকে সমস্তরকম সরকারি সাহায্য করা হবে। জেলা প্রশাসনের তরফে মৃতদেহগুলি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details