পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Death Controversy: 200 জনের জামিন চাই, পথে নেমে চাঁদা তুলছে মৃতের পরিবার ! - মালদার খবর

মৃতের পরিবারের পাশে দাঁড়ানোয় গ্রামের 200 জনের বিরুদ্ধে মামলা ! অভিযুক্তদের জামিন করাতে গ্রামে গ্রামে ঘুরে চাঁদা তুলছেন মৃতের পরিবারের সদস্যরা ! মালদার মহেন্দ্রপুর গ্রামে ঠিক কী ঘটেছিল ?

dead man family members collecting money for bail of 200 people in Malda
জামিনের টাকা জোগাড় করতে তোলা হচ্ছে চাঁদা

By

Published : Apr 14, 2023, 4:00 PM IST

খুনের অভিযোগে সরব পরিবার

মালদা, 14 এপ্রিল:গ্রামের মানুষের জামিনের টাকা জোগাড় করতে অশৌচের বেশেই চাঁদা তুলতে বেরোলেন সদ্য পিতৃহারা এক যুবক ! সঙ্গে ছিলেন তাঁর পরিবারের বাকি সদস্যরাও ৷ এই দৃশ্য দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর-1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে ৷ যুবকের বোন জানালেন, তাঁর বাবা এলাকার মাফিয়ারাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ তাই, পরিকল্পনা করে তাঁকে খুন করা হয় ! কিন্তু, পুলিশের দাবি, যা ঘটেছে সেটি নিছকই দুর্ঘটনা ! প্রতিবাদে বাবার মৃত্যুর পর তাঁর দেহ নিয়ে পথ অবরোধ করেছিলেন তাঁরা ৷ পাশে দাঁড়ান গ্রামের বাকিরাও ৷ আর সেই কারণেই গ্রামের মোট 200 জন বাসিন্দার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷ অভিযুক্তদের জামিনের টাকা জোগাড় করতে রাস্তায় নামতে হয়েছে প্রিয়জন হারানো পরিবারটিকে ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ শাসকদলের স্থানীয় নেতারাও ৷

মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন আশুতোষ দাস ৷ গত 3 এপ্রিল বাইক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় ৷ যদিও পরিবারের দাবি, সেটি কোনও দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন ৷ আশুতোষ এলাকার মাফিয়ারাজের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছিলেন ৷ তার জন্যই তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের ৷ ঘটনায় শামিম আখতার নামে এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ করছেন গ্রামবাসী ৷ তাঁরা ঘটনার দিনই শামিমকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন ৷ কিন্তু, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরে তাঁকে ছেড়ে দেয় ৷ এই খবর কানে যেতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা ৷ ময়নাতদন্ত শেষ হলে আশুতোষের দেহ নিয়ে পথ অবরোধ করেন তাঁরা ৷ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয় ৷ বিক্ষোভ দেখান গ্রামের প্রায় সকলেই ৷ সেই বিক্ষোভের ঘটনাতেই গ্রামের 200 জন বাসিন্দার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ ৷ সেই তালিকায় রয়েছেন টিএমসিপি-র ব্লক সভাপতি বিমান ঝা, জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণ মহালদার, এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য মোজাহিদ আলিরাও !

পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ গ্রামের মানুষ ৷ মৃতের মেয়ে দেবাদৃতা দাস বলেন, "আমাদের পাশে দাঁড়ানোর জন্যই গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তাই তাঁদের জামিনের ব্যবস্থা করাও আমাদেরই দায়িত্ব ৷ সেই কারণেই আমরা চাঁদা তুলতে বেরিয়েছি ৷" প্রতিবেশী কল্পনা দাস বলেন, "আশুতোষ খুব ভালো মানুষ ছিলেন ৷ পুলিশ যা করেছে, অন্য়ায় করেছে ৷ আমরা সবাই ওই পরিবারের পাশে আছি ৷"

আরও পড়ুন:চাষের জমির দখল নিয়ে রণক্ষেত্র, অস্ত্রের কোপে আক্রান্ত 6

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণ মহালদার বলেন, "যা ঘটেছে সেটা অনভিপ্রেত ৷ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নীতিতে বিশ্বাসী ৷ তাঁরা আমাদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন ৷ সেই নির্দেশ পালন করতে গিয়ে আমাদের নামে যদি মামলা রুজু করা হয়, তাহলে আমরা তার জন্যও প্রস্তুত রয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details