পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার মালদায়, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন

Malda Murder: একের পর এক রক্তাক্ত দেহ মিলছে মালদায় ৷ মঙ্গলবার ভোর রাতে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ চলতি শীতের মরশুমে একের পর এক খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ফের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার মালদায়
Malda Murder

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 12:13 PM IST

Updated : Jan 16, 2024, 1:14 PM IST

ফের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার মালদায়

মালদা, 16 জানুয়ারি: ফের খুনের অভিযোগ মালদায় ৷ মঙ্গলবার ভোর রাতে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ পরিবারের অভিযোগ, নেশাখোর যুবকের দল এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে ৷ চলতি শীতের মরশুমে একের পর এক খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

মৃত যুবকের নাম সঞ্জয় চৌহান (22) ৷ বাড়ি বালুরঘাটের কাদিপুর এলাকায় ৷ সঞ্জয়বাবু পেশায় টোটোচালক ৷ সঞ্জয়বাবু বিয়ের পর থেকে নেতাজি কলোনিতে শ্বশুরবাড়িতে থাকতেন ৷ গতকাল রাতে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন সঞ্জয়বাবু ৷ অভিযোগ, বাড়ি ফেরার পথে কেউ বা কারা সঞ্জয়বাবুর ওপর হামলা চালায় ৷ ব্লেড দিয়ে শরীরে একাধিক অংশে কাটা হয় ৷ স্থানীয় লোকজন আজ, ভোরবেলা সঞ্জয়বাবুকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসকরা সঞ্জয়বাবুকে মৃত বলে ঘোষণা করেন ৷

মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালের মর্গে পাঠিয়ে পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷
মৃতের এক আত্মীয় দেবাদিত্য রায় বলেন, "ভোরবেলায় বাড়িতে ঘুমিয়েছিলাম ৷ সেই সময় ওদের বাড়ি থেকে ফোন আসে ৷ ফোনে জানায়, সঞ্জয়ের গলা-সহ শরীরের একাধিক জায়গায় ব্লেড দিয়ে কাটা দাগ রয়েছে ৷ গভীর রাতে পুলিশ কেসের ভয়ে হোক কিংবা নেশাখোরদের অত্যাচারের ভয়ে কেউ সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসতে পারেনি ৷ তড়িঘড়ি আমরা সঞ্জয়কে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসি ৷ চিকিৎসকরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন ৷"

তিনি আরও বলেন, "আমাদের এলাকায় পাতাখোরদের ব্যাপক অত্যাচার ৷ আমার অনুমান নেশাখোররা মারধর করে সারা শরীরে ব্লেড দিয়ে হামলা চালায় ৷ শহরজুড়ে এভাবে একের পর খুনের ঘটনা ঘটছে ৷ পুলিশের উচিৎ সঠিক তদন্ত করে অবিলম্বে দোষীদের গ্রেফতার করা ৷" উল্লেখ্য, গত 18 ডিসেম্বর ইংরেজবাজারের জোড়া দেহ উদ্ধার হয় ৷ 22 ডিসেম্বর ইংরেজবাজারের সুস্থানি মোড়ে ভরদুপুরে ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ৷ 12 জানুয়ারি শহরের গয়েশপুর এলাকা থেকে যুবকের নলি কাটা দেহ উদ্ধার হয় ৷ একের পর খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও সমস্ত ঘটনা নিয়ে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. একই দিনে জোড়া খুন মালদায়! ভিন্ন জায়গা থেকে দেহ উদ্ধার, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা
  2. পরিত্যক্ত খনি থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষকের রক্তাক্ত দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অগ্নিমিত্রার
  3. প্যারামেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
Last Updated : Jan 16, 2024, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details