মালদা, ২৮ জুন : ফের গঙ্গায় ভেসে আসল দেহ । সোমবার বিকেলে মানিকচক শ্মশানের সংলগ্ন গঙ্গায় মাঝবয়সী এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে দেহ উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ । কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরেই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানাচ্ছে পুলিশ ।
সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহারে সারি সারি দেহ গঙ্গায় ভাসতে দেখা যায় । অভিযোগ ওঠে করোনা সংক্রমিতদের দেহ গঙ্গায় ভায়িয়ে দেওয়া হয়েছে । এনিয়ে আলোড়ন পড়েছিল দেশজুড়ে । ভিন রাজ্য থেকে যাতে গঙ্গাবক্ষে দেহ ভেসে আসতে না পারে তার জন্য মালদা জেলা প্রশাসন ও পুলিশকে সতর্ক করেছিল নবান্ন । কয়েকদিন আগেও গঙ্গায় ভেসে যাওয়া দুটি প্লাস্টিক মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছিল ভূতনি থানার পুলিশ । সোমবার বিকেলে ফের গঙ্গা থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । দেহটি কলার ভেলায় ভাসতে থাকায় স্থানীয়দের অনুমান, সম্ভবত সাপের কামড়েই মৃত্যু হয়েছে ওই মহিলার । তবে এনিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ । পিপিই পরেই লাশটি উদ্ধার করা হয়েছে ।