পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Worker Body Recovered: তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, অনুমান বোমা বাঁধতে গিয়ে মৃত্যু

আম বাগানে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ প্রথমিকভাবে গ্রামবাসীদের অনুমান বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর ৷ বিরোধীদের অপপ্রচার বলে মন্তব্য স্থানীয় তৃণমূল নেতার ৷

Body Recover
পুখুরিয়া থানা

By

Published : Jul 3, 2023, 10:56 PM IST

মালদা, 3 জুলাই: নির্জন আমবাগান থেকে এক তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ৷ সোমবার দুপুর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে পুখুরিয়া থানার একবর্ণা গ্রামে ৷ পুখুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশের তরফে মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়েছে ৷ মৃতের নাম বৃষকেতু রায় (55) ৷ বাড়ি মানিকচকের নুরপুর এলাকায় ৷ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত তিনি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে বৃষকেতু নিখোঁজ ছিলেন ৷ সোমবার দুপুরে পুখুরিয়ার একবর্ণা গ্রামের একটি আমবাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃতদেহের ডান পা, ডান হাত ও থুতনিতে একাধিক ক্ষত রয়েছে ৷ প্রাথমিকভাবে গ্রামবাসীদের অনুমান, বোমা বাঁধতে গিয়ে বিষ্ফোরণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ৷ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠায় পুখুরিয়া থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বৃষকেতুর পরিবারের তরফে পুখুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পরিবারের লোকজনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল থেকে বৃষকেতু নিখোঁজ ছিলেন ৷ কেউ বা কারা তাঁকে ফোন করে ডেকেছিল ৷ তারপর থেকেই তাঁর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না ৷

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ তাদের অভিযোগ, বৃষকেতু আগে সিপিএম করলেও আঠারোর পঞ্চায়েত ভোটের আগে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন ৷ এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়েই প্রচার করছিলেন বৃষকেতু ৷ ভোটের দিন এলাকায় সন্ত্রাস চালাতে একবর্ণার নির্জন বাগানে বোমা বাঁধছিলেন তিনি ৷ কোনও কারণে সেখানে বোমা বিস্ফোরণের জেরে তাঁর মৃত্যু হয়েছে ৷ সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহার দাবি, "তৃণমূল খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, মানুষের ভোটে এবার তারা আর জিতবে না ৷ তাই ভোটের দিন সন্ত্রাস ছড়াতে ওরা বোমা বানাচ্ছিল ৷ সেখানে বিস্ফোরণ হয়েই বৃষকেতুর মৃত্যু হয়েছে ৷ শুনেছি, শুধু বৃষকেতু নয়, বোমা বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছে ৷ যদিও তারা সেখান থেকে পালিয়ে যায় ৷"

অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, "ভোটের আগে মানিকচক দুষ্কৃতীদের স্বর্গে পরিণত হয়েছে ৷ তৃণমূল সেখানে পাশের বিহার ও ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের নিয়ে এসেও বোমা তৈরি করছে ৷ নির্বাচনে সন্ত্রাস তৈরি করে এবার ওরা জিততে চাইছে ৷ আমাদের কাছে খবর আছে, এবার ওরা গুলি-বোমা ব্যবহার করে বুথ দখল করবে ৷ কিন্তু সেটা খুব সহজ হবে না ৷ মানুষ দুষ্কৃতীদের জবাব দিতে তৈরি ৷"

আরও পড়ুন:'বাবার খুনের বিচার চাই', রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবি নিহত তৃণমূল কর্মীর মেয়ের

এনিয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানান, এসব বিরোধীদের অপপ্রচার ৷ বিরোধীরা ওই ব্যক্তিকে খুন করে আমবাগানে মৃতদেহ ফেলে রেখে গিয়েছে ৷ বিরোধীরা যেভাবে খুনের রাজনীতি করছে, এর প্রতিবাদে মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজেদের রায় দেবেন ৷ আমরা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার আবেদন করছি ৷

ABOUT THE AUTHOR

...view details