মালদা, 28 অক্টোবর : একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার হল ব্যবসায়ীর মৃতদেহ ৷ মালদার চাঁচলের বারোগাছিয়া এলাকার ঘটনা ৷ বিয়ের মাত্র চারমাসের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন ৷ পুলিশ ও পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, বিষপান করেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে মৃতের বাড়ির সদস্যদের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ ৷
চাঁচলে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ - খুন
একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বিষপান করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যবসায়ী ৷
![চাঁচলে জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9344555-970-9344555-1603892651572.jpg)
মৃতের নাম গৌতম সাহা (44) ৷ তিনি গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করতেন ৷ বাড়ি বারোগাছিয়া এলাকায় ৷ মাত্র চারমাস আগে তাঁর বিয়ে হয় ৷ দশমীর দিন থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ বাড়ির সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি ৷ শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যার মুখে বাড়ির পিছনে একটি জঙ্গলে গৌতমবাবুর মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গতকালই দেহটি থানায় নিয়ে যায় ৷ আজ গৌতমবাবুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক কোনও কারণে বিষপান করে আত্মঘাতী হয়েছেন গৌতমবাবু ৷ তবে এর পিছনে ব্যবসা সংক্রান্ত কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে চাঁচল থানার পুলিশ ৷
গৌতমবাবুর দাদা সুকুমার সাহা বলেন, "সোমবার সন্ধ্যায় ভাই জানায় হাসপাতালের দিকে ঘুরতে যাচ্ছি ৷ তারপর থেকে ওর আর কোনও খবর পাচ্ছিলাম না ৷ শেষ পর্যন্ত গতকাল বাড়ির পিছনের জঙ্গলে ওর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ আমাদের ধারণা ও আত্মহত্যা করেছে ৷ তবে পারিবারিক কোনও ঝামেলা ছিল না ৷ কেন ও এই সিদ্ধান্ত নিল, তা কেউ বুঝে উঠতে পারছে না ৷ "