মালদা , 27 মে : পাটের জমি থেকে এক কিশোরীর পচাগলা দেহ উদ্ধার ৷ আজ হরিশ্চন্দ্রপুর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের আলঙ্গি গ্রামের একটি পাট জমি থেকে দশম শ্রেণীর এই ছাত্রীর দেহ উদ্ধার হয় ৷ দেহটি মাটিতে পোঁতা ছিল ৷ খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , ওই ছাত্রীকে খুন করা হয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷
মৃতার নাম মেহেরুন খাতুন ৷ বয়স 18 বছর৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রাঙাইপুর গ্রামে ৷ স্থানীয় চিতলিয়া হাইস্কুলে দশম শ্রেণীতে পড়ত সে ৷ আজ বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে তার মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ স্থানীয় কৃষকরাই ওই জমি থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখে ৷ তারা গ্রামবাসীদের খবর দেয় ৷ এরপর খবর দেওয়া হয় ভালুকা পুলিশ ফাঁড়িতে ৷ পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থানে আসেন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিমলকুমার দাস ৷ উপস্থিত হন হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাস এবং চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস ৷ তাঁদের উপস্থিতিতে দেহটি মাটি থেকে তুলে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় ৷
মৃতার মা জেলেখা বেওয়া বলেন , “সম্প্রতি মেয়ে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ৷ আমরা সেকথা প্রথমে জানতে পারিনি ৷ কোথাকার ছেলে , তাও জানি না ৷ তা নিয়ে আমরা মেয়েকে বকাবকিও করি ৷ স্কুলে পড়াশোনা করার সময় প্রেম থেকে দূরে থাকতে বলি ৷ ন’দিন আগে মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ৷ অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস না পেয়ে দু’দিন পর আমরা হরিশ্চন্দ্রপুর থানায় মেয়ের নামে মিসিং ডায়ারি করি ৷ এরপর খবর পাই, মেয়েকে চাঁচল থানার রণঘাট প্রাণপুর এলাকায় দেখা গিয়েছে ৷ আমরা সেখানেও ছুটে যাই ৷ কিন্তু অনেক চেষ্টা করেও মেয়ের সন্ধান পাইনি ৷ আজ হঠাৎ জানতে পারি, এলেঙ্গা গ্রামে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ মাটির নীচ থেকে নাকি হাত বেরিয়ে ছিল ৷ দেহ ভালুকা ফাঁড়িতে রাখা আছে ৷ সেই খবর পেয়েই ছুটে আসি ফাঁড়িতে ৷ দেখি , ওটা আমার মেয়েরই মৃতদেহ ৷ আমি নিশ্চিত , মেয়েকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে ৷ এনিয়ে আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি ৷”
এ প্রসঙ্গে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস বলেন , “মৃতদেহের মাথায় ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গিয়েছে ৷ শরীরের আরও কিছু জায়গায় কিছু চিহ্ন রয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তার রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ৷ এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷”