মালদা, 10 অক্টোবর: রাত থেকে নিখোঁজ ছিলেন ৷ সারা রাত খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তাঁর ৷ সকাল হতেই শুরু হয় দ্বিতীয় দফায় তল্লাশি ৷ অবশেষে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে ধানের জমি সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ গৃহবধূর মৃতদেহ ৷ মঙ্গলবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামে ৷
মৃতার স্বামী পেশায় শ্রমিক ৷ তিলিয়া নিজেও শ্রমিকের কাজ করতেন ৷ তাঁদের দুই সন্তান আছে ৷ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ন’টা নাগাদ হঠাৎ উধাও হয়ে যান ওই গৃহবধূ ৷ সেই সময় তিনি ঘরের বাইরে কাজ করছিলেন ৷ প্রথমে তাঁর স্বামী ভেবেছিলেন, হয়তো কোনও প্রতিবেশীর বাড়ি গিয়েছেন তিনি ৷ কিন্তু রাত বেড়ে চললেও তিনি ঘরে না-ফেরায় পাড়ায় স্ত্রীর খোঁজ নিতে শুরু করেন স্বামী ৷ তখনই বিষয়টি জানাজানি হয় ৷ গ্রামবাসীরাও গৃহবধূর খোঁজে বেরিয়ে পড়েন ৷ আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয় ৷ কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি ৷ এদিন সকালে খোঁজখবর চালানো হয় এলাকা সংলগ্ন বিহারের গ্রামগুলিতেও ৷ অবশেষে বিকেলে নিখোঁজ গৃহবধূর খোঁজ মেলে ৷