মালদা, 6 জুন : দু'দিন আগেই ভিন রাজ্য থেকে ফেরেন । তারপর নির্দেশমতো হোম কোয়ারানটিনে ছিলেন । আজ সকালে চা দিতে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন । মৃত ব্যক্তির নাম পরীক্ষিত দাস(43) । রতুয়া 2 ব্লকের পরাণপুর গ্রামের ঘটনা৷ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুখুরিয়া থানার পুলিশ৷ এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ তবে, এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷
পরাণপুরের জনপ্রিয় পাড়ায় পীরক্ষিতর বাড়ি৷ বাড়িতে রয়েছেন মা হেলারানি দাস, স্ত্রী নিবেদিতা দাস ও এক ভাইপো ভাস্কর৷ মাত্র এক বছর আগেই তাঁর বিয়ে হয়৷ আমের ব্যবসা করতেন তিনি৷ ভিনরাজ্যেও আম পাঠাতেন ৷ পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর তিনি অসমে আম পাঠিয়েছিলেন৷ তার বকেয়া টাকা তুলতেই তিনি লকডাউনের আগে সেখানে যান৷ তারপর সেখানেই আটকে পড়েন । পাশাপাশি অসমের ব্যবসায়ীদের কাছ থেকেও তিনি বকেয়া টাকা আদায় করতে ব্যর্থ হয় । তাই বুধবার তিনি অসম থেকে বাড়ি ফিরে আসেন৷ ফেরার পরই তিনি বাড়ির একটি ঘরে হোম কোয়ারানটিনে ছিলেন৷ আজ সকালে স্ত্রী তাঁকে চা দিতে যান৷ তখনই তিনি দেখেন ঘরের ভিতরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় পরীক্ষিতর দেহ ঝুলছে৷ তাঁর চিৎকারে ছুটে আসে পরিবারের সদস্যরা৷ ছুটে আসে প্রতিবেশীরাও৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তারা৷