পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে যশ নিয়ে চিন্তা কম থাকলেও সতর্ক প্রশাসন, জানালেন মন্ত্রী সাবিনা - যশ

যশের বড় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই মালদায় ৷ তবু আগাম সতর্কতা নিয়ে রাখছে প্রশাসন ৷ আজ এই নিয়ে বৈঠক করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷

cyclone yaas preparation for north bengal
উত্তরবঙ্গে যশ নিয়ে চিন্তা কম থাকলেও সতর্ক প্রশাসন, জানালেন মন্ত্রী সাবিনা

By

Published : May 24, 2021, 6:28 PM IST

মালদা, 24 মে : উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় যশের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম ৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ তবু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখছে প্রশাসন ৷ যশ নিয়ে জেলা সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷

বৈঠকের পর সাবিনা জানান, “যশের প্রভাবে এখানে কী কী হতে পারে তা নিয়ে একটি বৈঠক করলাম ৷ যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি রয়েছি ৷ আজ সকাল থেকে এখানে কন্ট্রোল রুম চালু হয়ে গিয়েছে ৷ তার ফোন নম্বর পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে ৷ কোথাও কোনও অঘটন ঘটলে মানুষ সেই ফোন নম্বরের মাধ্যমে কন্ট্রোল রুমে জানাতে পারবেন ৷"

মন্ত্রী আরও জানান, মালদা জেলায় যশের তেমন কোনও প্রভাব পড়বে না ৷ শুধু ভারী বৃষ্টি হবে ৷ ভারি বৃষ্টি হলে কী কী ক্ষতি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে ৷ আপাতত বস্তায় বালি ভরে প্রস্তুত রাখা হচ্ছে ৷ মূলত রতুয়া আর মানিকচকের বাঁধেই খানিকটা ক্ষতি হতে পারে ৷ তার জন্য সেচ দফতর তৈরি রয়েছে বলে জানিয়েছেন সাবিনা ইয়াসমিন ৷

আরও পড়ুন:আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যশ

জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টি ছাড়া মালদায় যশের প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই ৷ সেই বৃষ্টিতে নদীবাঁধ ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ তবু সাবধানতা হিসাবে বালি ভর্তি বস্তা তৈরি রাখা হচ্ছে ৷ কোথাও কোনও সমস্যা দেখা দিলে দ্রুত সে সব পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকছে ৷ দফতরের আধিকারিক ও কর্মীদের ছুটি আপাতত বাতিল করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details