পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPM-Cong clash with TMC: একাদশীর সকালে তৃণমূলের সঙ্গে জোটের সংঘর্ষ, আহত 12

মহালয়ার দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসার জেরে একাদশীর সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চাঁচলের কলিগ্রাম ৷ সংঘর্ষে দু’পক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এলাকার তৃণমূল প্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 5:38 PM IST

মালদা, 25 অক্টোবর: মহালয়ার দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা হয়েছিল দু’পক্ষের ৷ আর এর জেরে একাদশীর সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চাঁচলের কলিগ্রাম ৷ সংঘর্ষে দু’পক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এলাকার তৃণমূল প্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে ৷ এর প্রতিবাদে পথ অবরোধ শুরু করেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা ৷ অবরোধ ঘিরেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে চাঁচল থানার পুলিশ ৷

কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমরান খানের অভিযোগ, “মহালয়ায় ফুটবল খেলার ঝামেলার পর আমার ভাই বাইক নিয়ে আসছিল ৷ চলন্ত বাইকে ওকে বিষ্ণু, ভোলারা মারধর করে ৷ ওরা সকলেই জোটের কর্মী ৷ ওরা ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় ৷ ভাইকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরে মালদা নিয়ে যেতে হয় ৷ প্রশাসনও সব জানে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ ওদের ভয়ে আমরা কেউ চাঁচল যেতে পারছি না ৷" একই সঙ্গে তাঁর অভিযোগ, পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷

পঞ্চায়েত প্রধান বলেন, "বিষয়টি আমি দলীয় নেতৃত্বকেও জানাই ৷ আজ ভোরে ওরা আমার পুরোনো বাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷ আমার ভাইয়ের পুকুরের সমস্ত মাছ মেরে দিয়েছে ৷ ভাই পুকুরে গেলে ওকে জোটের লোকজন ব্যাপক মারধর করে ৷ এর প্রতিবাদে আজ আমাদের দলের লোকজন নিমতলা এলাকায় পথ অবরোধ করে ৷ পুলিশ তাদের উপর ব্যাপক লাঠি চালায় ৷ অথচ ওরা পিস্তল হাতে ঘুরলেও ওদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ পুলিশ উলটে আমাদের নামে মামলা করেছে ৷”

অন্যদিকে কংগ্রেসের স্থানীয় নেত্রী সুইটি খাতুন বলেন, “আমি নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম ৷ হঠাৎ ইমরান, দাউদ আর রবিউল সেখানে এসে গালাগালি শুরু করে ৷ ওরা ভোলাকে খুঁজছিল ৷ আমি জানি না বলতেই রবিউল অশ্রাব্য ভাষায় আমাকে গালি দেয় ৷ এরা সব প্রধানের ভাই ৷ তারপর দেখি, ওরা আমাদের বাগানের দিকে জড়ো হয়েছে ৷ পুলিশ ওদের কথা শুনেই চলছে ৷ আমাদের কোনও কথা শোনেনি ৷ আমার এক দেওরকে ওরা পুলিশের সামনেই বেধড়ক মারে ৷ সে এখন হাসপাতালে ভরতি ৷ আমরা অসহায় অবস্থায় রয়েছি ৷”

আরও পড়ুন: মালদা শহরে রাবণ বধ অনুষ্ঠানে জনসাধারণের ভিড়

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসডিপিও শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ বাহিনী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় পুলিশকে ৷ যদিও নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্তার দাবি, লাঠিচার্জ নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details