পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on TMC Workers: বিজয় মিছিল থেকে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় বাম-কংগ্রেস জোট - CPM and Congress allegedly attacked to TMC workers

TMC Workers Injured on Attack: মন্ত্রী তজমূল হোসেনের গড়েই তৃণমূলের হাতছাড়া পঞ্চায়েত ৷ এরপরেই বিজয় মিছিল থেকে শাসকদলের উপর হামলার অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে ৷

TMC Workers Injured
আক্রান্ত তৃণমূল কর্মী

By

Published : Aug 20, 2023, 1:24 PM IST

বিজয় মিছিল থেকে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ

মালদা, 20 অগস্ট: ভোট পরবর্তী হিংসা অব্যাহত মালদায় ৷ এবার আক্রান্ত খোদ শাসকদলের কর্মীরা ৷ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতেই তৃণমূলের লোকজনের উপর হামলার অভিযোগ বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷

আক্রান্ত তৃণমূলকর্মী অশোক মণ্ডল বলেন, "আমি খেতে বসেছিলাম ৷ সেই সময় জোটের বিজয় মিছিল চলছিল ৷ হঠাৎ ঘরের টালি-ইট নীচে পড়ে গেল ৷ ওরা বলছে সব ঠিক করে দেবে ৷ জয় পাওয়া মানে ইট-পাথর নিয়ে কারও বাড়িতে হামলা চালানো নয় ৷ এ নিয়ে আমি পুলিশে অভিযোগ দায়ের করব ৷ আমি তৃণমূলের কর্মী হওয়ায় আমার বাড়িতে এভাবে হামলা চালানো হয়েছে ৷"

তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলি বলেন, "মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা বোর্ড গঠন করেছে ৷ বোর্ড গঠনের পর এরা বিজয় মিছিলের নামে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে ৷ আমাদের বেশ কিছু কর্মী চিকিৎসাধীন ৷ আমরা দাবি করছি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে ৷ নয়তো আমরা বৃহত্তর আন্দোলনে নামব ৷"

সিপিএমের নেতা প্রণব দাসের বক্তব্য, তৃণমূলের জন্মই হচ্ছে সন্ত্রাস থেকে ৷ মনোনয়ন থেকে শুরু করে তৃণমূলের লোকজন হিংসা চালিয়েছে ৷ জনমত না পেয়ে সিপিএমের জয়ী সদস্যদের ওপর হামলা করা হয়েছে ৷ মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বামেরা বোর্ড গঠন করেছে ৷ তিনি বলেন,"মানুষ এতদিন ধরে লড়াই চালিয়ে শাসকদলকে সরাতে পেরেছে ৷ স্বাভাবিকভাবেই মানুষ আনন্দে সামিল হয়েছে ৷ এখন মিথ্যে অভিযোগ করে আমাদের বদনাম করা হচ্ছে ৷ মিছিল থেকে হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ আমাদের ধারণা মিছিলে শাসকদল নিজেদের লোক পাঠিয়ে এই ঘটনা ঘটিয়েছে ৷"

আরও পড়ুন:পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, চাবি থাকল কংগ্রেসের হাতে; অবাক ছবি ইংরেজবাজারে

হরিশ্চন্দ্রপুর-1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে 20টি আসন রয়েছে ৷ শনিবার এই পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল ৷ এক নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে বোর্ড গঠন করে বাম-কংগ্রেস জোট ৷ মন্ত্রী তজমূল হোসেনের গড়েই তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল ছিনিয়ে নিতেই উল্লাসে মেতে ওঠেন বাম-কংগ্রেস সমর্থকরা ৷ বিকেল থেকে এলাকায় বেরোয় বিজয় মিছিল ৷ অভিযোগ, সেই বিজয় মিছিল থেকেই বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ইট-পাথর ছোঁড়া হয়েছে ৷ মারধর করা হয়েছে বেশ কয়েকজন শাসকদলের কর্মীদেরও ৷ তৃণমূলের আক্রান্ত দুই কর্মী হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

ABOUT THE AUTHOR

...view details