পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সূর্য তুললেন শরিকদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির দাবি - সিপিআইএম

Suryakanta Mishra: হিন্দিবলয়ের তিন রাজ্যে ভোটে হেরে ‘ইন্ডিয়া’র বৈঠক ডেকেছিল কংগ্রেস ৷ কিন্তু মমতা-নীতীশ-অখিলেশের মতো হেভিওয়েটদের শরিকরা থাকতে পারবেন না বলায় বৈঠক পিছিয়ে গিয়েছে ৷ এখন ওই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র জোটের ভবিষ্যৎ আশাবাদী ৷ তবে তিনি এই জোটে আরও বোঝাপড়ার দাবি তুলেছেন ৷

Suryakanta Mishra
Suryakanta Mishra

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 5:50 PM IST

Updated : Dec 7, 2023, 6:37 PM IST

‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রর বক্তব্য

মালদা, 7 ডিসেম্বর: হিন্দিবলয়ে কংগ্রেসের ভরাডুবির পর লোকসভা ভোটের আগে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে ৷ কিন্তু সর্বভারতীয় ওই লড়াইয়ে কংগ্রেসের নেতৃত্বের উপরেই ভরসা রাখছে বামফ্রন্ট ৷ শুধু কেরালা ছাড়া ৷ বৃহস্পতিবার মালদায় এসে সাফ জানালেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র ৷

অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে রেগা প্রকল্পের সার্বিক রূপায়ণ, বকেয়া মজুরি ফেরত-সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার মালদা শহরে বামপন্থীদের মিছিল, সভা ও জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ তবে সকাল থেকে প্রবল বৃষ্টিতে কর্মসূচিতে বাম-কর্মী ও সমর্থকদের ঢল লক্ষ্য করা যায়নি ৷ কর্মসূচি শুরুর আগে সিপিআইএমের জেলা সদর দফতর মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র ৷

সেখানেই তিনি ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে বলেন, “বিজেপি এগিয়ে না আনলে লোকসভা ভোটের দেরি আছে ৷ সেই সম্ভাবনাও অবশ্য বাতিল করছি না ৷ তবে আমরা প্রস্তুত ৷ আগামীকাল দিল্লিতে পলিটব্যুরো বৈঠক আছে ৷ সেখানে নির্বাচন নিয়ে সর্বশেষ খবর পাব ৷ তারপর ইন্ডিয়া ব্লকের আলোচনায় ভোটের কর্মপদ্ধতি ঠিক হবে ৷ তবে আমরা বলেই দিয়েছি, সমস্ত সমস্যা মিটিয়ে কত দ্রুত সেই পদ্ধতি বাস্তবায়িত করা যায়, তা দেখতে হবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘নিজেদের মধ্যে বোঝাপড়া আরও উন্নত করতে হবে ৷ আমরা আরও বলে দিয়েছি, এই রাজ্যে আমরা বিজেপি ও তৃণমূল, দুই দলের বিরুদ্ধে লড়ব ৷ কেরালায় আমরা কংগ্রেসের বিরুদ্ধে লড়ব ৷ তবে ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠক ভেস্তে যায়নি ৷ পিছিয়ে গিয়েছে মাত্র ৷ আর ইন্ডিয়া বৈঠকে এরাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি সেটা হতে পারে না ৷ তাঁর কী কাজ রয়েছে, তাই তিনি বৈঠকে যাবেন না ৷”

এ দিনই শিলিগুড়িতে বিজনেস সামিট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, “এসব সামিট আগেও হয়েছে ৷ কত বিনিয়োগের গল্প শুনেছি ৷ গল্পের গরু গাছে উঠেছে ৷ এসব গল্প বলে কিছু হয় না ৷ করে দেখাতে হবে ৷ এতদিন উনি কী করলেন ? আমাদের সময় মিডিয়াম, স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজেসে আমরা দেশে প্রথম ছিলাম ৷ অনেক পিছনে থেকে দ্বিতীয় ছিল গুজরাত ৷’’

তাঁর আরও দাবি, ‘‘এখন আমরা আর ওই জায়গায় নেই ৷ করোনার সময় এসব বন্ধ হয়ে যায় ৷ সরকারও এসব বাঁচিয়ে রাখতে পদক্ষেপ করেনি ৷ সরকার তো এখন আবার আম্বানি-আদানি করছে ৷ আর মন্ত্রীদের ঘর থেকে তাড়া তাড়া নোট বেরোচ্ছে ৷ জেলে যাচ্ছে ৷ এটাই ওঁর শিল্প৷ মাঝেমধ্যে ওঁকেও মেলা করতে হয় ৷”

আরও পড়ুন:

  1. বুধে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে শরিকদের গরহাজিরার বিষয়টি অস্বীকার কংগ্রেসের
  2. সংহতি দিবসের সভা থেকে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা মমতার, 'ইন্ডিয়া' জোটকেও শক্তিশালী করার বার্তা
  3. ‘ইন্ডিয়া’র বৈঠক নিয়ে ফোন এসেছিল রাহুলের, জানালেন মমতা
Last Updated : Dec 7, 2023, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details