পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিমবঙ্গে NRC বামপন্থীদের লাশের উপর দিয়ে করতে হবে : সুজন

"যদি পশ্চিমবঙ্গে NRC করে কাউকে গলা ধাক্কা দিয়ে বের করতে হয়, তবে বামপন্থীদের লাশের উপর দিয়ে করতে হবে৷ বামপন্থীদের জীবিত রেখে একাজ আমরা করতে দেব না ৷" বলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ।

সুজন চক্রবর্তী

By

Published : Sep 22, 2019, 12:45 PM IST

Updated : Sep 22, 2019, 2:28 PM IST

মালদা , 22 সেপ্টেম্বর : NRC ইশুতে BJP-র বিরুদ্ধে সরব হলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ৷ গতকাল চাঁচালে CITU-র পঞ্চম জেলা সম্মেলনে যোগ দিয়ে NRC নিয়ে BJP ও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি । একাধিক ইশুতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ৷

NRC ইশুর উল্লেখ করে তিনি বলেন, "BDO অফিস আর পঞ্চায়েত অফিসে দু-তিন হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ৷ কেন? কাগজ চায় ৷ একটা মানুষ সে বেঁচে আছে তার প্রমাণ হিসেবে কাগজ চাই ৷ নাড়ি টিপে বোঝা যাবে মানুষটি বেঁচে আছে, অথচ তার প্রমাণ হিসেব কাগজ চায় ৷ বিশ পুরুষ ধরে এখানে বসবাসকারী মানুষকেও কাগজ দেখাতে হবে ৷ মানুষ বাস করছে কি না, বেঁচে আছে কি না, খাচ্ছে কি না, ভারতবর্ষের নাগরিক কি না ওসব দেখে হবে না, মানুষের ভিটে দেখে হবে না, কাগজ চায় কাগজ ৷ আর সেই কাগজের সন্ধানে মানুষ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ৷ এমন কোনও মানুষ নেই যার নাগরিকত্ব নেই । মানুষের নাগরিকত্বের পরিচয় মানুষের ইতিহাস, মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার ৷" তিনি আরও বলেন যে আমাদের ভারতবর্ষের নিয়মে আছে 11 বছর ধরে যিনি এখানে বসবাস করছেন তিনি ভারতবর্ষের নাগরিক হিসেবে স্বীকৃত হতে পারেন ৷

NRC ইশু নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, "আমি ভারবর্ষের নাগরিক এখন আমাদের সেই প্রমাণ দিতে হবে৷ অসমে যেসব মানুষ বলছিল NRC করতে হবে এখন তারাই কোর্টের দ্বারস্থ হচ্ছে ৷ যারা বলছিল NRC ছাড়া অসম চলবে না, আজ তারাই বলছে অসমে NRC মানব না ।"

BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সমালোচনা করে বলেন, " অসমে NRC-তে যাদের নাম বাদ গেল তাদের উদ্দেশ্য করে অমিত শাহ বলে উঠলেন, এরা উইপোকার দল ৷ ওরা বিদেশি ৷ ওদের লাথি মেরে বার করে দেব ৷ ভাবা যায় একটা মন্ত্রী মানুষকে বলছে উইপোকার দল ৷"

দেখুন ভিডিয়োয়

পাশাপাশি BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের NRC ইশুতে বলা বক্তব্যগুলির বিরুদ্ধেও সরব হন তিনি । সুজনবাবুর ভাষায়, "রাজ্যের BJP নেতাও বলে উঠছেন আমাদের রাজ্যেও দেড়-দু কোটি আছে ৷ তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেব৷ "

NRC ইশুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন ,"আমরা সেদিন বলেছিলাম রাস্তায় আমরা বুঝে নেব৷ অত সহজ হবে না । পশ্চিমবঙ্গে যদি NRC করে কাউকে গলা ধাক্কা দিয়ে বের করতে হয়, তবে বামপন্থীদের লাশের উপর দিয়ে করতে হবে ৷ বামপন্থীদের জীবিত রেখে একাজ আমরা করতে দেব না ৷"

Last Updated : Sep 22, 2019, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details