মালদা, 17 অগাস্ট : কোরোনা পজ়িটিভ রিপোর্ট এল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির ৷ গতকাল মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ আজ থেকেই তাঁকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ৷ গত 24 ঘণ্টায় জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 76 জন ৷ কোরোনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ জেলায় মোট সংক্রমিতের সংখ্যা 3654 জন ৷ এপর্যন্ত জেলায় মোট 23 জনের মৃত্যু হয়েছে ৷ এই মুহূর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছে 1340 জন ৷ তবে এখনও পর্যন্ত মালদা শহরে সংক্রমিত হয়েছে 771 জন ৷ মৃতের সংখ্যাও বেশি ৷ কেবলমাত্র মালদা শহরেই মৃত্যু হয়েছে 8 জনের ৷
গত 24 ঘণ্টায় 74 জনের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ তার মধ্যে রয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ৷ 12 অগাস্ট হঠাৎ তিনি জ্বরে পড়েন ৷ চিকিৎসকদের পরামর্শে গতকালই তিনি মালদা মেডিকেলে নিজের লালারসের নমুনা পরীক্ষা করান ৷ তাতে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ পরিবার সূত্রে জানা গেছে, জ্বরের পর থেকে তিনি বাড়ির বাইরে বেরোননি ৷ আজই কৃষ্ণেন্দুবাবু ৬৩ বছরে পা দিয়েছেন ৷ জন্মদিনে তাঁর লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়ায় নিষ্প্রভ তাঁর অনুগামীরা ৷ আজ জন্মদিনে হোম আইসোলেশনে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ৷