মালদা, 2 মে : মালদা মেডিকেলের করোনা ইউনিটে আত্মঘাতী হলেন চিকিৎসাধীন এক সংক্রমিত ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেলে ৷ এই ঘটনায় মৃতের পরিবারের তরফে মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত এনিয়ে মেডিকেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
মৃত ব্যক্তির নাম বাবন দাস ৷ বয়স 40 বছর ৷ বাড়ি মালদা শহরের কুতুবপুর নয়াগ্রাম এলাকায় ৷ 25 এপ্রিল তাঁর লালারসের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ রিপোর্ট আসে ৷ প্রথমে কোনও শারীরিক সমস্যা না থাকায় তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছিল ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় 29 এপ্রিল রাতে তাঁকে মালদা মেডিকেলের কোভিড ইউনিটে ভর্তি করা হয় ৷ আজ ভোরে সেই ইউনিটের জানালা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পাওয়া যায় ৷ ভোর পাঁচটা নাগাদ মেডিকেলের তরফে বিষয়টি বাবনবাবুর বন্ধু ভিক্টর কুণ্ডুকে ফোন করে জানানো হয় ৷ খবর পেয়েই মেডিকেলে আসেন বাবনবাবুর পরিবার পরিজনরা ৷ তবে এখনও পর্যন্ত বাবনবাবুর মৃতদেহ কোভিড ইউনিট থেকে বের করা হয়নি ৷