মালদা, 23 অক্টোবর : উচ্ছ্বাসের ঝড়ে উড়ে গেল কোরোনা বিধিনিষেধ ৷ ঠিক এই ভয় করছিলেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা ৷ আজ চাঁচলে সেই ছবি ধরা পড়েছে৷ সপ্তমীর সকালে রাজবাড়ি থেকে দেবী চণ্ডীকে পাহাড়পুর দুর্গামন্দিরে নিয়ে যাওয়ার সময় পথে নামে কয়েকশো মানুষ ৷ এক লহমায় উড়ে যায় সামাজিক দূরত্ববিধি ৷ শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের প্রায় সবার মুখেই মাস্ক ছিল না ৷ কয়েকজনের মাস্ক ছিল থুতনিতে ৷ এই ঘটনায় পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে৷
মহাসপ্তমী তিথিতে মরা মহানন্দায় কলাবউ স্নান সারতেই চাঁচল রাজবাড়ি থেকে দুর্গামন্দিরের উদ্দেশে রওনা দেন অষ্টধাতুর দেবী চণ্ডী ৷ প্রায় 350 বছরের প্রাচীন রীতি মেনেই নিয়ে যাওয়া হয় দেবীকে । কয়েকশো মানুষ উৎসবের স্রোতে গা ভাসিয়ে দেবীকে পৌঁছে দেয় পাহাড়পুর দুর্গামন্দিরে ৷ আজ থেকে আগামী চারদিন সেখানেই থাকবে দেবী চণ্ডীর বিগ্রহ ৷ দশমী তিথিতে সেই বিগ্রহ ফের ফিরিয়ে আনা হবে রাজবাড়ির ঠাকুরবাড়িতে ৷