পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় দৈনিক সংক্রমণ দু'শোর বেশি, ভোটের আগে বাড়ছে আতঙ্ক - মালদায় বাড়ছে দৈনিক সংক্রমণ

শেষ দু’দফায় নির্বাচন থাকায় এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কিংবা রাজ্য নেতৃত্ব জেলায় জনসভা শুরু করেনি । 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত জেলায় ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের । হতে চলেছে একাধিক জনসভা ৷ হবে রোড শো । সেই সংক্রমণ কোথায় গিয়ে দাঁড়াবে, তার কোনও কুলকিনারা পাচ্ছে না প্রশাসন ৷

COVID 19 positive cases rises in Malda
ছবি

By

Published : Apr 12, 2021, 9:07 PM IST

মালদা, 12 এপ্রিল : এক দিনে ডবল সেঞ্চুরি ৷ কোরোনার দৌড় অব্যাহত ৷ জেলা স্বাস্থ্যদফতরের তরফে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় জেলায় মোট 206 জন করোনায় সংক্রমিত হয়েছেন । নির্বাচনের আগে করোনার ঝোড়ো ইনিংসে চিন্তিত জেলা প্রশাসন ।

দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । এরই মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন । ইতিমধ্যে চার দফা ভোট শেষ হলেও এখনও বাকি আরও চার দফা । সপ্তম ও অষ্টম দফায় ভোট মালদা জেলায় । হাতে থাকা মাত্র কয়েকটি দিন নষ্ট করতে নারাজ প্রার্থীরা । সকাল থেকেই নিজেদের এলাকায় প্রচারে নেমে পড়ছেন তাঁরা । এতে বাড়ছে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও ।

এর আগে নির্বাচনী প্রচার থেকে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বই । তবে সংক্রমণ বৃদ্ধির দায় তাঁরা ঠেলেছেন নির্বাচন কমিশনের কোর্টে । তারপর থেকেই জেলায় প্রতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে । এখনও পর্যন্ত এই দফায় জেলায় মোট সংক্রমণ 1247 ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপালদের বৈঠক ডাকল কেন্দ্র : সূত্র

চিকিৎসকদের একাংশের মতে, আগামী কয়েকদিনে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা এক লাফে কয়েকগুণ বেড়ে যাবে । কারণ, জেলায় নির্বাচন সপ্তম ও অষ্টম দফায় । শেষ দু’দফায় নির্বাচন থাকায় এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কিংবা রাজ্য নেতৃত্ব জেলায় জনসভা শুরু করেনি । 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত জেলায় ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের । হতে চলেছে একাধিক জনসভা ৷ হবে রোড শো । সেই সংক্রমণ কোথায় গিয়ে দাঁড়াবে, তার কোনও কুলকিনারা পাচ্ছে না প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details