মালদা, 7 এপ্রিল : আড়াই কিলো হেরোইন-সহ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে এক দম্পতি (Heroin Recovered From Malda) ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা টাউন স্টেশন থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা বলে জানিয়েছে এসটিএফ । ধৃতদের নাম, গোলাম মোস্তাফা (27) এবং রিয়া শাফিন (20) । ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইংরেজবাজার থানায় ৷
দীর্ঘদিন ধরেই মালদা মাদক পাচারের করিডর হিসাবে কুখ্যাত । জেলার ভৌগলিক অবস্থানের জন্যই মালদা মাদক পাচারকারীদের নজরে থাকে । উত্তর-পূর্ব ভারত থেকে নিয়ে আসা মাদক এই জেলা দিয়েই দেশের বিভিন্ন জায়গা, এমনকি বাংলাদেশেও সরবরাহ করা হয় । শুধু তাই নয়, এর আগে একাধিক সময় এই জেলায় মাদক তৈরির কারখানার হদিশ মিলেছে । তবে পুলিশি নজরদারিতে সাম্প্রতিক সময়ে মাদক কারবারীরা নিজেদের গুটিয়ে নিয়েছিল । এরই মধ্যে বুধবার রাতে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধারের এই ঘটনা নিশ্চিতভাবে পুলিশের চিন্তা বাড়বে।