মালদা, 13 মে : নতুন করে ছয়জন কোরোনায় আক্রান্ত মালদায় ৷ এর মধ্যে দু’জন পুরাতন মালদার ৷ এই প্রথম পুরাতন মালদা ব্লকে কোরোনা আক্রান্তের সন্ধান মিলল ৷ আতঙ্কিত স্থানীয়রা ৷ মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামে ভিনরাজ্য ফেরত এক শ্রমিক কোরোনায় আক্রান্ত হন । এর পরই পাশের গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন ওই গ্রামের লোকজন ৷ দুই গ্রামের সংযোগকারী বেহুলা নদীর উপর থাকা বাঁশের সাঁকোর একাংশ খুলে নেওয়া হয়েছে ৷ যদিও গ্রামবাসীদের এই কাজের তীব্র বিরোধিতা করেছেন ব্লক উন্নয়ন আধিকারিক ৷ তিনি স্পষ্ট জানান, এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না ৷
সোমবার রাতে জানা যায়, পুরাতন মালদার জলঙ্গা ও বলাতুলি গ্রামের দুই ভিনরাজ্য ফেরত শ্রমিক কোরোনা পজ়িটিভ ৷ রাতেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই খবর ছড়িয়ে যায় গোটা এলাকায় ৷ আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ৷ জলঙ্গার পাশে রয়েছে মৌলপুর গ্রাম ৷ দুই গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বেহুলা নদী ৷ নদীর উপর রয়েছে বাঁশের সাঁকো ৷ দুপুরে জলঙ্গা গ্রামের বাসিন্দারা সেই সাঁকোর একাংশ খুলে দেন ৷ বিচ্ছিন্ন করে দেওয়া হয় দুই গ্রামকে ৷ অবশ্য এই কাজে সায় রয়েছে মৌলপুর গ্রামের বাসিন্দাদেরও ৷