পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের কোরোনা আক্রান্তের মৃত্যু মালদায়

মালদা মেডিকেলে কোরোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু । দেহ নিতে অস্বীকার পরিবারের ।

corona death
COVID-19

By

Published : Jul 3, 2020, 3:59 PM IST

মালদা, 3 জুলাই : একই দিনে দ্বিতীয় কোরোনা সংক্রমিতের মৃত্যু মালদায় ৷ অবশ্য এবার মৃত্যুর পর রোগীর লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ গতরাতে মালদা মেডিকেলের SARI (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন) ওয়ার্ডে ওই বৃদ্ধের মৃত্যু হয় ৷ তাঁর মৃতদেহ নিতে অস্বীকার করেছে পরিবারের সদস্যরা ৷ ফলে হাসপাতাল কর্তৃপক্ষই ওই ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ৷

মৃতের বাড়ি মানিকচক থানার নাজ়িরপুর গ্রামে ৷ তবে গত তিন বছর ধরে তিনি মালদা শহরের সর্বমঙ্গলা পল্লি এলাকায় একটি বহুতল আবাসনে বসবাস করতেন ৷ পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ ও নাতনি ৷ একটি বহুজাতিক সংস্থায় চাকরি থেকে অবসর নেওয়ার পর জেলায় ফিরে আসেন ৷

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন ওই বৃদ্ধ ৷ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় 26 জুন তাঁকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷ অবশ্য শুধু শ্বাসকষ্টই নয়, সঙ্গে তাঁর জ্বর, ব্যথা, সর্দি ছিল ৷ চারদিন চিকিৎসা চলার পরও পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায় নার্সিংহোম থেকে 1 জুলাই তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ পরিবারের সদস্যরা তাঁকে মালদা মেডিকেলে ভরতি করে ৷ হাসপাতালের SARI ওয়ার্ডে তাঁর চিকিৎসা শুরু হয় ৷ গতকাল তাঁর লালারসের নমুনা পরীক্ষায় কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ রাতে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতালের সুপার অমিত দাঁ জানিয়েছেন, “মৃতের দেহ নিতে অস্বীকার করেছে পরিবারের লোকজন ৷ আমরা যথাযোগ্য সম্মানের সঙ্গে ওই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেছি ৷” তবে এ'নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি বৃদ্ধের ছেলে বা তাঁর পরিবারের কোনও সদস্য ৷

ABOUT THE AUTHOR

...view details