মালদা, 21 মে : কেন্দ্রের তালিকায় রেড জ়োনে আছে মালদা । কিন্তু রাজ্যের তালিকায় রেড জ়োনে নেই । অথচ সেই মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 । মোট আক্রান্ত 54 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 8 জন ।
গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে কোরোনা সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে । সেই তথ্য অনুযায়ী, গতরাত 8 টা পর্যন্ত 929 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে 15 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । তাঁদের মধ্যে 13 জনই মালদার । আর একজন করে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের । মালদার এই 13 জনের মধ্যে আটজন নতুন করে কোরোনায় আক্রান্ত । বাকি পাঁচজন আগে থেকেই জেলায় কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত হাসপাতালে চিকিৎসাধীন । চিকিৎসা চলাকালীনই তাঁদের লালারসের নমুনা ফের পরীক্ষা করাতে দিলে কোরোনা পজ়িটিভ আসে ।