পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 50, নতুন করে সংক্রমিত 8 - মালদায় নতুন করে কোরোনায় আক্রান্ত 8

রাজ্যের তালিকায় রেড জ়োনে নেই । অথচ সেই মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 । মোট আক্রান্ত 54 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 8 জন ।

Corona
কোরোনা

By

Published : May 21, 2020, 3:25 PM IST

মালদা, 21 মে : কেন্দ্রের তালিকায় রেড জ়োনে আছে মালদা । কিন্তু রাজ্যের তালিকায় রেড জ়োনে নেই । অথচ সেই মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 50 । মোট আক্রান্ত 54 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 8 জন ।

গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে কোরোনা সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে । সেই তথ্য অনুযায়ী, গতরাত 8 টা পর্যন্ত 929 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে 15 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । তাঁদের মধ্যে 13 জনই মালদার । আর একজন করে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের । মালদার এই 13 জনের মধ্যে আটজন নতুন করে কোরোনায় আক্রান্ত । বাকি পাঁচজন আগে থেকেই জেলায় কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত হাসপাতালে চিকিৎসাধীন । চিকিৎসা চলাকালীনই তাঁদের লালারসের নমুনা ফের পরীক্ষা করাতে দিলে কোরোনা পজ়িটিভ আসে ।

মালদায় আক্রান্ত নতুন আটজনের প্রত্যেকেই শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন । তাঁদের মধ্যে একজন ভূতনি চরের ও একজন বাগবাড়ি এলাকার । এই প্রথম ভূতনি চর ও বাগবাড়িতে কারও শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেল । তার মধ্যে বাগবাড়ি মালদা শহর লাগোয়া হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন । আর তাই হয়ত অনুমতি থাকা সত্ত্বেও সকাল 7 টার পরও বাগবাড়ি এলাকার বেশিরভাগ দোকানই বন্ধ ছিল ।

মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সেখানে এখনও 615 টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ ব্যাকলগে রয়েছে 3147 টি নমুনা ৷ এই সমস্ত নমুনার পরীক্ষার কাজ সম্পূর্ণ হলে জেলায় আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য বিভাগের ৷

ABOUT THE AUTHOR

...view details