মালদা, 16 মার্চ : কোরোনার ব্যাপক প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যে ৷ ফলে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ৷ শুধুমাত্র মালদা জেলার মহদিপুর স্থল বাণিজ্য বন্দর দিয়েই আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ 50 শতাংশ কমে গেছে ৷ এই পরিস্থিতিতে প্রবল ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারকরা ৷ যদিও এক্ষেত্রে তাঁরা দেশবাসীর পাশেই রয়েছেন ৷
এই নিয়ে মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এগজ়িকিউটিভ সদস্য সমীর ঘোষ বলছেন, “কোরোনা এখন আন্তর্জাতিক মহামারী ৷ এই রোগ মোকাবিলায় ভারত সরকার দেশের সমস্ত স্থল বন্দর দিয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে ৷ মহদিপুর সীমান্ত দিয়ে পাথর, সিমেন্ট, ফ্লাই অ্যাশের সঙ্গে পিঁয়াজ , ফলের মতো পচনশীল সামগ্রীও বাংলাদেশে রপ্তানি হয় ৷ এই মুহূর্তে সীমান্তে কয়েক হাজার পিঁয়াজ বোঝাই লরি দাঁড়িয়ে রয়েছে ৷ দাঁড়িয়ে রয়েছে ফল বোঝাই লরিও ৷ আমাদের মধ্যে যারা এই সমস্ত পচনশীল সামগ্রীর ব্যবসা করি , তারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছি ৷ কারণ, যে কোনও মুহূর্তে পণ্য রপ্তানিতেও কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করতে পারে ৷ সেটা হলে আমরা অসম্ভব আর্থিক ক্ষতির মুখে পড়ব ৷ সেই পরিস্থিতিতে এই মাল আমরা কোথায় বিক্রি করব, কত টাকা দাম পাব তা জানি না ৷ তবে যেহেতু কোরোনা আন্তর্জাতিক মহামারীর আকার নিয়েছে , তাই দেশের কথা আমাদের আগে ভাবতেই হবে ৷ এনিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একটি আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ যাতে বর্ডার পুরোপুরি বন্ধ করে দেওয়ার আগে আমরা এখানে চলে আসা মাল বাংলাদেশে পাঠাতে পারি ৷ এর আগে দেশের বাজারে পিঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য সেই আনাজের ব্যবসা তিন মাস বন্ধ ছিল ৷ সেই ব্যবসা চালু হওয়ার সঙ্গে সঙ্গে কোরোনার জন্য ফের ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় ৷ পরিস্থিতি বুঝে অনেকেই আর পচনশীল মাল আনছেন না ৷ এই সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 800 কোটি টাকার ব্যবসা হয় ৷ কোরোনার জন্য ইতিমধ্যে মহদিপুর স্থল বাণিজ্য বন্দরে ব্যবসার পরিমাণ অন্তত 50 শতাংশ কমে গিয়েছে ৷ ফলে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির মুখে পড়েছে ৷”
কোরোনার প্রভাব বৈদেশিক বাণিজ্যে - foreign trade
কোরোনা ভাইরাস মোকাবিলায় সরকার স্থল-বন্দর দিয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে । ফলে জেলার মহদিপুর স্থল বাণিজ্য বন্দরে ব্যবসার পরিমাণ অন্তত 50 শতাংশ কমে গেছে ।
কোরোনার প্রভাব বৈদেশিক বাণিজ্যে
এদিকে আজও এদেশ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য মহদিপুর সীমান্তে হাজির হয়েছিল কয়েকজন মানুষ ৷ তারা সবাই কোনও না কোনও কারণে এদেশে এসেছিল ৷ কিন্তু আজও তাদের কাউকে বাংলাদেশে ফিরে যেতে দেওয়া হয়নি ৷ আজও বন্ধ ছিল বর্ডার কাস্টমস চেকপোস্ট ৷
Last Updated : Mar 16, 2020, 4:45 PM IST