পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Awas Yojana: বাংলা আবাস যোজনা নামে তৃণমূলের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক - বাংলা আবাস যোজনা নামে তৃণমূলের বিজ্ঞাপন

নাম কার? এ নিয়ে অনেক দ্বন্দ্বের পর অবশেষে পশ্চিমবঙ্গে চালু হয়েছে কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্প ৷ ফের বাংলা আবাস যোজনা নামে বিজ্ঞাপন খবরের কাগজে ৷ কেন্দ্রীয় প্রকল্পের নাম নিয়ে আবারও বিতর্কে জড়াল তৃণমূল ৷ মালদায় শুরু তরজা ৷

তৃণমূলের বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী আবাস যোজনা

By

Published : Jan 12, 2023, 10:37 PM IST

তৃণমূলের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

মালদা, 12 জানুয়ারি:কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা রাখা হলে এই প্রকল্পের সুবিধে পশ্চিমবঙ্গ পাবে না ৷ শেষ পর্যন্ত কেন্দ্রের নামেই এই প্রকল্প বাংলায় চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ এ রাজ্যেও শুরু হয় গরিব মানুষকে সরকারি ঘর দেওয়ার প্রক্রিয়া ৷ সেই তালিকা নিয়ে রাজ্য জুড়ে অভিযোগের পাহাড় থাকলেও অনেক গরিব মানুষের নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে ৷ কিন্তু এই অবস্থায় ফের দেখা দিয়েছে নাম বিতর্ক ৷

আবাস যোজনা নিয়ে ফের বিতর্ক:সম্প্রতি একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রচারিত বিজ্ঞাপনে ফের উঠে এসেছে বাংলা আবাস যোজনার নাম (Bangla Awas Yojana) ৷ যদিও সরকারের তরফে নয়, এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষে ৷ তবে সেই বিজ্ঞাপন প্রকাশের পরেই বিজেপির তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এমন বিজ্ঞাপনে ফের এই প্রকল্প পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যেতে পারে ৷ যদিও এমন বিজ্ঞাপনে কোনও দোষ খুঁজে পাচ্ছে না তৃণমূল ৷

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি:সম্প্রতি তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞাপনে 'দিদির সুরক্ষা কবচ' শিরোনামে যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, তাতে রাজ্য সরকারের 15টি প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে ৷ সেখানে যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী প্রকল্পের কথা, তেমনই রয়েছে বাংলা আবাস যোজনার কথাও ৷ বিজ্ঞাপনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত গৃহহীন এবং পাকা বাড়ি নেই, এমন ব্যক্তিদের এক লক্ষ 20 হাজার টাকার আর্থিক সাহায্য-সহ বাসস্থানের সুব্যবস্থা প্রদান করা হয় ৷

এই বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি:দলের মালদা জেলার মুখপাত্র অম্লান ভাদুড়ি বলছেন, "সকালে সংবাদপত্রে সেই বাংলা আবাস যোজনার বিজ্ঞাপন দেখতে পেলাম৷ মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতা-নেত্রীরা বারবার বলছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে ৷ কেন্দ্রীয় সরকার বারবার নিজেদের প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট চাইছে ৷ কিন্তু রাজ্য সরকার সেটা দিচ্ছে না ৷ যে প্রকল্পের নামে টাকা বরাদ্দ হয়েছে, যেসব নিয়ম মেনে সেই কাজ করার কথা, সেসব রাজ্য মেনে চলছে না ৷ সমস্ত প্রকল্পের নাম বদল করে তারা নিজেদের সপক্ষে প্রচার করার চেষ্টা করছে ৷"

তৃণমূলের প্রতিক্রিয়া:তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় 60 শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেয়, বাকি 40 শতাংশ দেয় রাজ্য ৷ তাই এ রাজ্যে এই প্রকল্পের নাম বাংলা আবাস যোজনা হলে তাতে লজ্জার কিছু নেই ৷ এটা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী আবাস যোজনাও হতে পারত ৷ এই রাজ্য থেকে আয়কর, জিএসটি-সহ বিভিন্ন আয়ের টাকা কেন্দ্র নিয়ে যাচ্ছে ৷ সেই টাকাই তারা এখানে খরচ করছে ৷ তাই কেন্দ্রের টাকা, রাজ্যের টাকা বলে কিছু হয় না ৷ এটা দেশবাসীর টাকা ৷ সেই টাকা দিয়েই গরিব মানুষের ঘর হচ্ছে৷ প্রকৃত গরিবরা সেই ঘর পাচ্ছে কিনা তা দেখতেই দিদির দূতরা বাড়ি বাড়ি যাবে ৷"

আরও পড়ুন:আবাস দুর্নীতির তদন্তে এসে চোখ ছানাবড়া কেন্দ্রীয় প্রতিনিধিদের !

ABOUT THE AUTHOR

...view details