মালদা, 6 সেপ্টেম্বর: অপসংস্কৃতির এই উদাহরণ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে ৷ সেখানে বসেছে স্বল্পবসনাদের চটুল নাচের আসর ৷ স্থানীয়রা বলছেন, সন্ধে হলেই বাড়ির ছেলেরা ওই আসরে চলে যাচ্ছে ৷ শুধু তাঁরাই কেন, ঘরের মানুষরাও সেখানে ভিড় করছে ৷ কেউ মেয়েদের নাচ দেখছেন ৷ কেউ জুয়ার আসরে বসছেন ৷ এভাবেই বাড়ির পুরুষরা টাকা ওড়াচ্ছে ৷ প্রশাসন দ্রুত এই আসর বন্ধ না করলে খুব তাড়াতাড়ি এলাকার বেশিরভাগ বাড়িতেই অশান্তি শুরু হয়ে যাবে (Controversy on Vulgar Dance) ৷
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলকে (TMC)বিঁধতে ছাড়েননি বিজেপির (BJP) উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল ৷ তিনি বলেন, "ছত্রক গ্রামে নাচের আসরে মেয়েরা ছোট ছোট জামাকাপড় পড়ে নাচছে ৷ জুয়ার আসর বসেছে ৷ ছাত্রদেরও সেখানে দেখা যাচ্ছে ৷ এসব থেকে টাকা ঢুকছে তৃণমূলের লোকজনের পকেটে ৷ পুলিশের উচিত, তৃণমূলের প্রতিটি অনুষ্ঠানে কড়া নজর রাখা ৷"