পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vulgar Dance: ফের মালদায় তৃণমূলের মদতে চটুল নাচের আসর, সঙ্গে চলছে জুয়াও - BJP

গ্রামের নাম ছত্রক ৷ সেই গ্রামেই বসেছে যাত্রাপালা ৷ সন্ধে হতেই সেখানে ভিড় উপচে পড়ছে ৷ হাজির হচ্ছে সাত থেকে সত্তরের দল ৷ সেখানে বসেছে স্বল্পবসনাদের চটুল নাচের আসর (Vulgar Dance)৷ মাঝেমধ্যে উড়ছে টাকা ৷ অবশ্য টাকা উড়ছে মঞ্চের নীচেও ৷ সেখানে রমরমিয়ে চলছে জুয়ার আসর ৷ অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতাদের মদতেই চলছে এই উদ্দাম নাচ ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (Controversy on Vulgar Dance) ৷

Vulgar Dance
ফের মালদায় তৃণমূলের মদতে চটুল নাচের আসর

By

Published : Sep 6, 2022, 10:58 PM IST

মালদা, 6 সেপ্টেম্বর: অপসংস্কৃতির এই উদাহরণ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে ৷ সেখানে বসেছে স্বল্পবসনাদের চটুল নাচের আসর ৷ স্থানীয়রা বলছেন, সন্ধে হলেই বাড়ির ছেলেরা ওই আসরে চলে যাচ্ছে ৷ শুধু তাঁরাই কেন, ঘরের মানুষরাও সেখানে ভিড় করছে ৷ কেউ মেয়েদের নাচ দেখছেন ৷ কেউ জুয়ার আসরে বসছেন ৷ এভাবেই বাড়ির পুরুষরা টাকা ওড়াচ্ছে ৷ প্রশাসন দ্রুত এই আসর বন্ধ না করলে খুব তাড়াতাড়ি এলাকার বেশিরভাগ বাড়িতেই অশান্তি শুরু হয়ে যাবে (Controversy on Vulgar Dance) ৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলকে (TMC)বিঁধতে ছাড়েননি বিজেপির (BJP) উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল ৷ তিনি বলেন, "ছত্রক গ্রামে নাচের আসরে মেয়েরা ছোট ছোট জামাকাপড় পড়ে নাচছে ৷ জুয়ার আসর বসেছে ৷ ছাত্রদেরও সেখানে দেখা যাচ্ছে ৷ এসব থেকে টাকা ঢুকছে তৃণমূলের লোকজনের পকেটে ৷ পুলিশের উচিত, তৃণমূলের প্রতিটি অনুষ্ঠানে কড়া নজর রাখা ৷"

ফের মালদায় তৃণমূলের মদতে চটুল নাচের আসর

বিজেপির এই অভিযোগ কিন্তু পুরোপুরি অস্বীকার করেননি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তাবারক হোসেন ৷ তাঁর মন্তব্য, "এমন চটুল নাচের আসরের জন্য যুব সমাজ যে ক্ষতিগ্রস্ত হবে, এটা বাস্তব ৷ যদি এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷"

আরও পড়ুন:ছাত্রছাত্রীদের চটুল নাচের ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি ইংরেজবাজারেও একই অভিযোগ উঠেছিল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ৷ তার প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও ৷ এবার ফের একই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ এসব ঘটনা দলের জেলা নেতৃত্ব কড়া হাতে বন্ধ করুন, সেটাই চাইছেন মালদাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details